ওয়ানডে ক্রিকেটে নাম্বার ওয়ান ব্যাটার বাবর আজম আর নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব আল হাসান এবার একই দলে খেলবেন। আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এ একই দলে খেলবেন এ দুই তারকা।
বিপিএল ২০২৪ আসর ঘিরে একের পর এক চমক দিচ্ছে রংপুর রাইডার্স।সরাসরি চুক্তিতে প্রথমে সাকিবকে নিয়েছে রংপুর। ২০১৭ বিপিএলে একমাত্র ও প্রথম শিরোপা জিতেছিল রংপুর। আবার শিরোপা জয়ের আশায় বুক বেধেছে দলটি।
সাকিবের পর পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকেও টেনে নিয়েছে রাউডার্স। আর সর্বশেষ ক্যারিবিয়ান তারকা নিকোলাস পুরানকেও ডেরায় ভিড়িয়েছে।
নিজেদের অফিসিয়াল ফেসবুক পেইজে এসব তথ্য নিশ্চিত করেছে রাইডার্স কর্তৃপক্ষ। শ্রীলঙ্কার অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গাও খেলবে রংপুরে।
বিপিএলের গত আসরের খেলা নুরুল হাসান সোহান, হাসান মাহমুদ ও শেখ মাহেদীকে এবারও ধরে রেখেছে রংপুর। সেবার কোয়ালিফায়ারে সিলেটের কাছে হেরে ফাইনালেিউঠতে পারেনি।
২০২৪ সালের জানুয়ারিতে জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে। এই নির্বাচন শেষ হওয়ার পরই মাঠে গড়াবে বিপিএল।
আরও পড়ুন: মেসির গোলে জয় দিয়ে বিশ্বকাপ বাছাই শুরু করলো আর্জেন্টিনা
ক্রিফোস্পোর্টস/৮সেপ্টেম্বর২৩/এজে