বিশ্বকাপ ব্যর্থতার পর অবশেষে পাকিস্তানের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন বাবর আজম। ক্রিকেটের তিন ফরমেটের নেতৃত্ব থেকেই নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বার্তায় এই ঘোষণাটি দেন তিনি।
পাকিস্তানের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেও খেলা চালিয়ে যাবেন প্রতিটি ফরম্যাটেই। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান জাকা আশরাফকে এই তথ্যটি নিশ্চিত করেন বাবর।
পদত্যাগের ঘোষণার পর এক এক্স (সাবেক টুইটার) বার্তায় বাবর লেখেন, ’আমার স্পষ্ট মনে আছে ২০১৯ সালের সেই মুহূর্তটি যখন পিসিবি আমাকে পাকিস্তানকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দেয়। গত চার বছরে আমি মাঠে এবং মাঠের বাইরে অনেক উত্থান-পতন দেখেছি, কিন্তু তারপরও আমি আমার সবটা দিয়ে ক্রিকেট বিশ্বে পাকিস্তানের গর্ব ও সন্মান বজায় রাখার চেষ্টা করেছি।’
তিনি আরো বলেন, ‘সাদা বলের ক্রিকেটে ১ নম্বরে উঠার ক্ষেত্রে ক্রিকেটার, কোচ, ম্যানেজমেন্ট সবারই অবদান আছে। আমার এই যাত্রাজুড়ে পাকিস্তানি ক্রিকেট প্রেমীদের সমর্থনের জন্য তাদের প্রতি আমি কৃতজ্ঞ।’
বাবার আজম ওয়ানডে ক্রিকেটের নেতৃত্ব দেওয়া হয় ২০১৯ সালে। এরপর টেস্ট ও টি-টোয়েন্টিতেও দায়িত্ব দেওয়া হয়ে তাকে। তবে অধিনায়ক হিসেবে এখনো কোনো শিরোপা জিততে পারেনি তিনি। যদিও তার নেতৃত্বে র্যাঙ্কিংয়ে অনেক উন্নতি করেছে পাকিস্তান।
আরও পড়ুন: কোহলির রেকর্ড ভাঙা-গড়ার দিনে শচীনের আবেগঘন বার্তা
ক্রিফোস্পোর্টস/১৫নভেম্বর২৩/এমটি