বাংলাদেশ প্রিমিয়ার লিগের দশম আসরে দলে যেন তারার পসরা সাজিয়েছে রংপুর রাইডার্স ফ্র্যাঞ্চাইজি। তবে অনেক মুখের ভীড়ে সবচেয়ে উজ্জ্বল দুই নক্ষত্র হলেন সাকিব আল হাসান ও সাবেক পাকিস্তানি অধিনায়ক বাবর আজম। তারকাখচিত দল নিয়ে রংপুরও তাদের নামের প্রতি সুবিচার করে যাচ্ছে। বিপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে রাইডার্সরা।
খুব দ্রুতই অবশ্য এক তারকাকে হারাতে যাচ্ছে রংপুর। পিসিবি থেকে এনওসির মেয়াদকাল শেষের পথে চলে আসায় শীঘ্রই আবার পাকিস্তানে ফিরে যাবেন বাবর আজম। শেষ সময়ে এসে আজ সোমবার বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সের মাঠে বিপিএল প্রসঙ্গে কথা বলেন এই পাকিস্তানি টপ অর্ডার।
এসময় রংপুর রাইডার্সের আরেক সতীর্থ সাকিব আল হাসানের প্রসঙ্গ ওঠে। সাকিবকে নিয়ে বলতে গিয়ে মুগ্ধতা ঝরলো বাবরের কণ্ঠ থেকে, ‘আমার মতে এটা রংপুর রাইডার্স এবং দলের তরুণদের জন্য সম্মানের যে সাকিব ভাইয়ের মত ক্রিকেটার তাদের দলের হয়ে খেলছে।’
দলে সাকিবের ভূমিকা ব্যাখ্যা করতে গিয়ে বাবর বলেন, ‘সাকিব ভাই বয়সে আমার থেকেও বড় হবে। তার আন্তর্জাতিক ক্রিকেটে যে অভিজ্ঞতা তা তিনি সব সময় এমনকি ম্যাচ চলাকলীনও ক্রিকেটারদের সাথে শেয়ার করেন। এটি আমার কাছে খুব ভালো দিক বলে মনে হয়। ড্রেসিংরুমে সাকিব ভাই সব সময় ইতিবাচক থাকেন।’
এদিন বিপিএলের উইকেট নিয়েও কথা বলেন পাকিস্তানি এই তারকা, ‘বিপিএলের উইকেট একেক সময়ে একেক রকম আচরণ করে। উইকেটের আচরণ দিনে আর রাতে ভিন্ন রকম থাকে। ধারাবাহিকভাবে স্পিন এবং বাউন্স হয় না। কখনো কখনো তো উইকেট বেশ স্লোও হয়ে যায়। মানের বিবেচনায় বিপিএলের উইকেটের মান আরও বাড়ানো উচিত।’
‘আমরা যেভাবে খেলছি তা উপযোগী নয়। এমন উইকেটে আসলে ব্যাটিং করা সহজ নয়। বিপিএলের উইকেট টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য সহায়ক নয়। ২০ ওভারের ক্রিকেটে দর্শকরা চার-ছক্কার ফুলঝুরি দেখতে চায়। কিন্তু এখানে উইকেট যেভাবে বানানো হয় সেটা এর জন্য আদর্শ নয়’ – যোগ করেন বাবর।
আরও পড়ুন: ইংলিশদের হারিয়ে সিরিজে সমতা ফেরালো ভারত
ক্রিফোস্পোর্টস/৪ফেব্রুয়ারি২৪/এমএস/এফএএস