আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে চার হাজার রানের ক্লাবে পা রাখলেন পাকিস্তান দলপতি বাবর আজম। এর আগে প্রথম ক্রিকেটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করেছিলেন ভারতীয় তারকা বিরাট কোহলি।
বৃহস্পতিবার (৩০ মে) ইংল্যান্ডের বিপক্ষে ৩৬ রানের এক ইনিংস খেলে চার হাজারি ক্লাবে নাম লেখান বাবর। এই রান করতে বাবরের খেলতে হয়েছে ১১৯ ম্যাচ। অন্যদিকে ১১৫ ম্যাচ খেলেই চার হাজার রানের মাইলফলক স্পর্শ করেন বিরাট কোহলি।
বর্তমানে বাবরের মোট রান ৪ হাজার ২৩। ৪১.০৫ গড় ও ১৩০.১৫ স্ট্রাইক রেটে এই রান করেছেন তিনি। অন্যদিকে শীর্ষে থাকা কোহলি ১১৭ ম্যাচে ৫১.৭৫ গড় ও ১৩৮.১৫ স্ট্রাইক রেটে ৪ হাজার ৩৭ রান করেছেন।
টি-টোয়েন্টিতে শীর্ষ পাঁচ রান সংগ্রাহক
নাম | ম্যাচ | রান | সর্বোচ্চ | গড় | স্ট্রাইকরেট | সেঞ্চুরি/হাফসেঞ্চুরি |
বিরাট কোহলি | ১১৭ | ৪০৩৭ | ১২২* | ৫১.৭৫ | ১৩৮.১৫ | ১/৩৭ |
বাবর আজম | ১১৯ | ৪০২৩ | ১২২ | ৪১.০৫ | ১৩০.১৫ | ৩/৩৬ |
রোহিত শর্মা | ১৫১ | ৩৯৭৪ | ১২১* | ৩১.৭৯ | ১৩৯.৯৭ | ৫/২৯ |
পল স্টার্লিং | ১৪২ | ৩৫৮৯ | ১১৫* | ২৭.৬০ | ১৩৫.৪৩ | ১/২৩ |
মার্টিন গাপটিল | ১২২ | ৩৫৩১ | ১০৫ | ৩১.৮১ | ১৩৫.৭০ | ২/২০ |
আর মাত্র ২৬ রান করলেই তৃতীয় ক্রিকেটার হিসেবে চার হাজারি ক্লাবে পা রাখবেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ১৫১ ম্যাচে ৩১.৭৯ গড় ও ১৩৯.৯৭ স্ট্রাইক রেটে ৩৯৭৪ রান করেছেন এই বিধ্বংসী ওপেনার।
এছাড়া সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় চারে রয়েছেন আইরিশ তারকা ওপেনার পল স্টার্লিং। তার রান ৩ হাজার পাঁচশো ৮৯ রান। আর ৩ হাজার পাঁচশো ৩১ রান নিয়ে পাঁচে রয়েছে সাবেক কিউই ওপেনার মার্টিন গাপটিল।
আরও পড়ুন:
শনিবার মুখোমুখি ভারত-বাংলাদেশ, সরাসরি দেখাবে যে টিভি
চ্যাম্পিয়নস লিগ ফাইনাল : রিয়ালের ১৫ নাকি ডর্টমুন্ডের দ্বিতীয়
ক্রিফোস্পোর্টস/১জুন২৪/বিটি