বর্তমানে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পেশোয়ার জালমির হয়ে খেলছেন বাবর আজম। সেখানে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ ফিফটি করার পথে তিনি গড়েছেন নতুন এক রেকর্ড। টি-টোয়েন্টি ক্রিকেটে তিনি পৌঁছে গেছেন ১০ হাজার রান সংগ্রাহকের ক্লাবে। যে কীর্তি এর আগে করেছেন আরও ১২ জন ক্রিকেটার। তবে সবচেয়ে দ্রুততম সময়ে এই মাইলফলক স্পর্শ করেছেন বাবর।
আজ বুধবার (২১ ফেব্রুয়ারি) নিজেদের দ্বিতীয় ম্যাচে করাচি কিংসের বিপক্ষে পেশোয়ার জালমির হয়ে মাঠে নেমেছিলেন বাবর আজম। এই ম্যাচেও ছিলেন দারুন ছন্দে। পিএসএলের প্রথম দুই ম্যাচে করলেন টানা দুই অর্ধশতক। এদিন আগে ব্যাট করতে নেমে ওপেনিংয়ে তিনি ৫১ বলে খেলেন ৭২ রানের একটি দুর্দান্ত ইনিংস।
এদিন ম্যাচের দ্বিতীয় ওভারেই দশ হাজারি রানের এলিট ক্লাবে পৌঁছে যান বাবর আজম। টি-টোয়েন্টিতে ১০ হাজার রান করতে তিনি খেলেছেন ২৭১ ম্যাচ। এর আগে দ্রুততম সময়ে ১০ হাজার রান করার এই রেকর্ডটি ছিল ‘ইউনিভার্স বস’ খ্যাত ক্যারিবীয় ব্যাটার ক্রিজ গেইলের। এই মাইলফলক স্পর্শ করতে গেইল খেলেছিলেন ২৮৫ ম্যাচ।
সবচেয়ে কম ম্যাচ খেলে ১০ হাজার রান করার এই তালিকায় তৃতীয় অবস্থানে আছেন ভারতীয় তারকা ব্যাটার বিরাট কোহলি। এই ক্লাবে কোহলি প্রবেশ করেছিলেন ২৯৯ ম্যাচ খেলে। তবে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সকলের ধরা ছোঁয়ার বাইরে রয়েছেন ক্রিস গেইল। ১৪ হাজার ৫৬২ রান নিয়ে এই তালিকার শীর্ষে তিনি।
এদিকে কিছু দিন আগে বিপিএলেও রংপুর রাইডার্সের হয়ে ভালো খেলেছিলেন বাবর আজম। নিজের সেই ছন্দ ধরে রাখতে পারলেও টুর্নামেন্টে ভালো অবস্থানে নেই তার দল পেশোয়ার জালমি। আজ বাবর ছাড়া দলে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি তেমন কেউ। শেষ পর্যন্ত ৭ উইকেটে পরাজিত হয় তারা। পিএসএলে প্রথম দুই ম্যাচ হেরে বর্তমানে টেবিলের তলানিতে আছে বাবরের পেশোয়ার জালমি।
আরও পড়ুন: ম্যাক্সওয়েলের রেকর্ডের ম্যাচে অস্ট্রেলিয়ার বড় জয়
ক্রিফোস্পোর্টস/২১ফেব্রুয়ারি২৪/এফএএস