Connect with us
ক্রিকেট

বিব্রতকর রেকর্ডে সাকিবের পেছনেই বাবর

Shakib Al Hasan and Babar Azam
সাকিব আল হাসান এবং বাবর আজম। ছবি- সংগৃহীত

পাকিস্তানের মাটিতে এরই মধ্যে শুরু হয়ে গেছে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর। গতকাল বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল স্বাগতিকরা। যেখানে গেল বারের চ্যাম্পিয়ন পাকিস্তানকে ৬০ রানে পরাজিত করে কিউইরা। এদিন ম্যাচে ফিফটি করলেও এক বিব্রতকর রেকর্ডে নাম লিখিয়েছেন পাক ওপেনার বাবর আজম।

এদিন ম্যাচের শুরুতে আগে ব্যাট করে ৩২০ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় নিউজিল্যান্ড। বড় লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনিংয়ে পাকিস্তানের হয়ে ফিফটি হাকান বাবর। তবে তার ৯০ বলে ৬৪ রানের ধীরগতি ইনিংসে চাপে পড়ে যায় দল। শেষ পর্যন্ত ২৬০ রান পর্যন্ত করতে সক্ষম হয় পাকিস্তান।

এদিন নিজের অর্ধশতক তুলে নিতে বাবর খেলেছেন ৮১ বল। চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে ৩০০ কিংবা তার বেশি রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ধীরগতির ফিফটি হাকানোর তালিকায় দ্বিতীয় নম্বরে নিজের নাম লেখালেন বাবর। আর এই তালিকায় সবার উপরে রয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।


আরও পড়ুন:

» মাইনাস ১৭ ডিগ্রি তাপমাত্রায় গোল করে উষ্ণতা ছড়ালেন মেসি

» আজ বিকালে মাঠে নামবে শান্তরা, যেভাবে দেখবেন খেলা


২০০৬ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে শ্রীলঙ্কার বিপক্ষে ৩০৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১০৭ বলে করেছিলেন ৬৭ রানের ইনিংস খেলেছিলেন সাকিব। এদিন সাকিবের স্ট্রাইকরেট ছিল ৬২.৬১। সেই ম্যাচে বাংলাদেশ হেরেছিল ৩৭ রানে। আর গতকালের ফিফটি করা ইনিংসে বাবরের স্ট্রাইকরেট ছিল ৭১.১১। অবশ্য শেষ দিকে দ্রুত কিছু রান না তুললে এই স্ট্রাইকরেট থাকতো আরও কম।

এদিকে বাবর আজমের এমন ব্যাটিং নিয়ে পাক ক্রিকেটার মোহাম্মদ শেহজাদ বলেন, ‘বাবর বেশ চাপে রয়েছে। তার জন্য অনেক বিনিয়োগ করেছে পিসিবি। তবে সে কোথায়? দেশের তাকে এখন প্রয়োজন।’ এছাড়া দলের হারে অনেকে আঙ্গুল তুলেছেন বাবর আজমের এই ইনিংসের দিকে। যার কারণে প্রতিনিয়ত ম্যাচে বেড়ে চলেছিল রিকোয়ার রাউন্ড রেট।

ক্রিফোস্পোর্টস/২০ফেব্রুয়ারি২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট