মুলতান টেষ্টের প্রথম ইনিংসের ব্যাটিং দেখে অনেকেই মনে করছিলেন, ঘরের মাঠে সুদিন ফিরতে যাচ্ছে পাকিস্তানের। তবে সেই ম্যাচে ইনিংস ব্যবধানে হতাশা জনক রেকর্ড গড়ে পরাজিত হয়েছে স্বাগতিকরা। এমন ব্যর্থতার পর আভাস পাওয়া যাচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে একাদশে বড় পরিবর্তনের।
আগে থেকেই সমালোচনায় জর্জরিত ছিলেন তারকা ব্যাটার বাবর আজম ও টানা ৬ ম্যাচে পরাজিত পাক অধিনায়ক শান মাসুদ। মুলতান টেস্টের পর সাবেক পাকিস্তানি ক্রিকেটাররা যেন আরও ভালো ভাবেই চেপে ধরেছেন তাদের। এদিকে স্থানীয় গণমাধ্যমে গুঞ্জন শোনা যাচ্ছে পরবর্তী ম্যাচে একাদশ থেকে জায়গা হারাতে পারেন বাবর।
তার চেয়েও বড় চমক হয়ে আসতে পারে পাকিস্তান টেস্ট দলে শান মাসুদ অধিনায়কত্ব হারালে। তবে গুঞ্জন বলে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই দ্বিতীয় টেস্টে এমন বড় পরিবর্তনের। কেননা দীর্ঘদিন যাবতীয় নিজের চেনা রূপে নেই বাবর আজম। সাবেক ক্রিকেটার বাসিত আলী মনে করেন বাবরের জায়গায় অন্য কেউ এমন পারফর্ম করলে অনেক আগেই বাদ পড়ত দল থেকে।
এছাড়া নিজের ইউটিউব চ্যানেলে বাসিত আলী আরও জানান, অধিনায়ক হিসেবে ব্যর্থ শান মাসুদ। একজন ওপেনার হয়েও সে নিজের ব্যাটিং পজিশন ধরে রাখতে পারে না। এছাড়াও তিনি আরও বলেছেন শান মাসুদ অধিনায়কত্ব বোঝে না। পাকিস্তানের ক্রিকেটে এমন অনেক সমালোচনা শোনা যাচ্ছে এই দুই ক্রিকেটারকে নিয়ে।
আরও পড়ুন:
» হাঙ্গেরির গ্র্যান্ডমাস্টারকে পরাজিত করলেন বাংলাদেশের নীড়
» যেভাবে টিকে রয়েছে বাংলাদেশের সেমিফাইনালের সমীকরণ
স্থানীয় একাধিক গণমাধ্যমের দাবী অনুযায়ী, নেতৃত্ব হারাতে পারেন শান মাসুদ। তার পরিবর্তে দলের হাল ধরতে পারেন মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল কিংবা আঘা সালমান। এছাড়া দ্বিতীয় টেস্টের স্কোয়াডে ফিরতে পারেন ইমাম-উল-হক, কামরান গুলমান, মির হামজা, নোমান আলী ও হুরাইরার মতো ক্রিকেটার।
আর এতে পাকিস্তানের টেস্ট দল থেকে জায়গা হারাতে পারেন একাধিক সিনিয়র ক্রিকেটার। যার মধ্যে ধারণা করা হচ্ছে বাদ পড়তে পারেন টানা ১৮ ইনিংস যাবত ফিফটির দেখা না পাওয়া ব্যাটার বাবর আজম। তার পরিবর্তে মিডল অর্ডারের শক্তি বাড়াতে সুযোগ পেতে পারেন ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করা কামরান গুলমান।
আগামী ১৫ অক্টোবর মুলতান সিরিজের দ্বিতীয় টেস্টে ইংলিশদের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। তার আগেই কঠিন সব সিদ্ধান্ত নিতে পারে দেশটির ক্রিকেট বোর্ড- পিসিবি।
ক্রিফোস্পোর্টস/১২অক্টোবর২৪/এফএএস