মুলতানে ৩ ম্যাচের টেস্ট সিরিজে দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল পাকিস্তান। দ্বিতীয় টেস্টে ১৫২ রানে ইংলিশদের হারিয়ে তিন ম্যাচের সিরিজে সমতা ফিরিয়েছে স্বাগতিকরা। সে সঙ্গে দীর্ঘ প্রায় সাড়ে ৩ বছরের বেশি সময় পর ঘরের মাঠে টেস্ট জিতেছে পাকিস্তান।
তবে টেস্টে টানা বাজে পারফরম্যান্স করায় এ ম্যাচ থেকে বাদ পড়েছেন সাবেক অধিনায়ক বাবর আজম। অনেকেই মন্তব্য করছেন বাবর না থাকায় এ ম্যাচ জিতেছে পাকিস্তান। তবে এ বিষয়ে বিরোধিতা পোষণ করেছেন পাক পেসার মোহাম্মদ আমির।
বারবের এই খারাপ দিনে আমির তার পাশে দাঁড়িয়েছেন। বাবর দলে না থাকায় যে পাকিস্তান জিতেছে, এমন কিছু না ভাবার আহ্বান জানিয়েছেন সবাইকে। যদিও এর আগে ২০২৩ বিশ্বকাপে দলের ব্যর্থতার দায় আমির দিয়েছিলেন বাবরকে। এছাড়াও পাকিস্তান ক্রিকেটে বাবরে কঠোর সমালোচনা করেছেন বাঁ-হাতি এই পেসার। তবে এবার আমিরের ভিন্ন রূপই দেখা গেল।
আরও পড়ুন: শূন্য থেকে কিভাবে ঘুরে দাঁড়াতে হয় দেখালেন সরফরাজ, হাঁকালেন সেঞ্চুরি
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বাবরকে সাপোর্ট করে আমির লিখেছেন, ‘এ ম্যাচে বাবর দলে নেই, অন্য কেউও দলে নেই, তাই দল জিতেছে। দয়া করে এই ধরনের বাজে চিন্তাভাবনা পরিহার করুন। আমাদের পরিকল্পনা ভালো ছিল, ঘরের মাঠের সুবিধা নিয়ে খেলেছি, তাই জিতেছি। আমাদের খেলোয়াড়দের আমরা ব্যক্তিগতভাবে কাউকে কিছু না বলি, ভালো পারফরম্যান্স নিয়ে কথা বলি, তবে ব্যক্তিগত কিছু না বলি।’
মুলতান টেস্টের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করে প্রথম ইনিংসে ৩৬৬ রান করেছিল পাকিস্তান। জবাবে ইংল্যান্ড ২৯১ রান পর্যন্ত তুলতে পারে স্কোরবোর্ডে। ৭৫ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করা পাকিস্তান সংগ্রহ করে ২২১ রান। এতে করে জয়ের জন্য ২৯৭ রানের লক্ষ্য পায় সফরকারীরা।
জবাবে ব্যাট করতে নেমে ১৪৪ রানে অলআউট হয়ে যায় ইংলিশরা। দ্বিতীয় ইনিংসে প্রায় ৩৪ ওভার ব্যাট করেছিল ইংল্যান্ড। এই ম্যাচে সাজিদ এবং নোমান দুইজন মিলেই তুলে নিয়েছেন ইংল্যান্ডের গোটা ২০ উইকেট। যেখানে প্রথম ইনিংসে ৭ উইকেটসহ মোট ৯ উইকেট শিকার করেছেন সাজিদ খান। অপরদিকে দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটসহ মোট ১১ উইকেট শিকার করেছেন নোমান আলী।
ক্রিফোস্পোর্টস/১৯ অক্টোবর ২৪/এইচআই