Connect with us
ক্রিকেট

গাপটিলকে ছাড়িয়ে টি-টোয়েন্টিতে তৃতীয় সর্বোচ্চ রানের মালিক বাবর

babar azam
বাবর আজম। ছবি- সংগৃহীত

ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছিলো না পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজমের। ভারত বিশ্বকাপে ব্যর্থতার পর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টেও হাসেনি তার ব্যাট। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজ দিয়েই চেনা ছন্দে ফিরতে শুরু করেছেন বাবর। প্রথম টি-টোয়েন্টিতে একটি নতুন রেকর্ডও গড়েছেন এই ডান হাতি ব্যাটার।

নিউজিল্যান্ডের সাবেক ওপেনার মার্টিন গাপটিলকে টপকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তৃতীয় সর্বোচ্চ রানের মালিক বনে গেছেন বাবর আজম। তার উপরে রয়েছে ভারতের রোহিত শর্মা ও বিরাট কোহলি।

পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ (শুক্রবার) মুখোমুখি হয়েছে পাকিস্তান-নিউজিল্যান্ড। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ২২৭ রানের বিশাল লক্ষ্য দেয় স্বাগতিক নিউজিল্যান্ড। জবাবে ১৮ ওভার খেলে ১৮০ রানেই গুটিয়ে যায় পাকিস্তান।

দল হারলেও আজ ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন বাবর। ৬ চার ও ২ ছয়ের মারে ৩৫ বলে ৫৭ রান সংগ্রহ করেছেন এই ডানহাতি ব্যাটার। এতে গাপটিলের ৩ হাজার ৫৩১ রান টপকে যান বাবর। বর্তমানে তার টি-টোয়েন্টি রান ৩ হাজার ৫৪২।

এছাড়া শীর্ষে থাকা কোহলির সংগ্রহ ৪ হাজার ৮ রান এবং দ্বিতীয় স্থানে থাকা রোহিত করেছেন ৩ হাজার ৮৩৫ রান।

আরও পড়ুন: টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেট সাউদির, দুইয়ে সাকিব 

ক্রিফোস্পোর্টস/১২জানুয়ারি২৪/এমটি   

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট