ভারত বিশ্বকাপটা আশানুরূপ হয়নি বাবর আজমদের। বিশ্বকাপের বেশিরভাগ সময় জুড়ে তাদের সঙ্গী ছিল ব্যর্থতা। আর এই ব্যর্থ বিশ্বকাপ মিশন শেষ হওয়ার পর প্রশ্ন উঠেছে বাবর আজমের অধিনায়কত্ব নিয়ে। দেশটির সাবেক ক্রিকেটারসহ অনেকেই চাইছেন বাবর আজমকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হোক।
গত কয়েক মাস ধরেই ছন্দে নেই পাকিস্তান ক্রিকেট দল। এশিয়া কাপের ব্যর্থতা বয়ে এনেছেন বিশ্বকাপেও। ওয়ানডেতে পয়েন্ট টেবিলের উপরের সারিতে থাকা দলটি বিশ্বকাপে এসে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। গ্রুপ পর্বের ৯ ম্যাচ খেলে জয় পেয়েছে মাত্র ৪ টি। পাকিস্তানের এই হতাশাজনক পারফরমেন্স ভক্ত সমর্থকের পাশাপাশি ক্ষোভ ঝাড়ছে পাকিস্তানের সাবেক ক্রিকেটাররাও।
পাকিস্তানের এই ব্যর্থতার জন্য অনেকেই দায়ী করছেন দলটির অধিনায়ক বাবর আজমকে। অধিনায়কত্ব থেকে বাবরের পদত্যাগও চান অনেকে। পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বাবর আজম নিজ থেকে পদত্যাগপত্র জমা না দিলে তাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। গুঞ্জন অনুযায়ী, নতুন করে নেতৃত্বে আসতে পারেন শাহিন আফ্রিদি ও শান মাসুদ।
তবে এত সমালোচনার মধ্যেও বাবরের পাশে দাঁড়িয়েছেন ভারতের সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক কাপিল দেব। তিনি বলেন, ‘আপনি যদি এখন মনে করেন বাবর অধিনায়ক হিসেবে ঠিক নয়, তারমানে আপনি তার বর্তমান পারফরম্যান্সের দিকে তাকাচ্ছেন। এই অধিনায়ক বাবার আজমই ছয় মাস আগে পাকিস্তানকে র্যাঙ্কিংয়ে এক নম্বর তুলেছিল। সুতরাং শুধু বর্তমান পারফরমেন্সের দিকে না তাকিয়ে দেখুন কিভাবে সে এ পর্যন্ত এসেছে এবং তার কতটা আবেগ ও প্রতিভা রয়েছে।’
আরও পড়ুন: টস জিতে ব্যাট করছে ভারত, অর্ধশতক তুলে নিয়েছেন শুভমান
ক্রিফোস্পোর্টস/১৫নভেম্বর২৩/এমটি