Connect with us
ক্রিকেট

ব্যর্থ বাবর-রিজওয়ান, নাসিম-ফাহিম জেতাতে পারলেন না পাকিস্তানকে

Pakistan vs Newzeland
এভাবে ক্যাচ ধরেও রিজওয়ানদের এমন ব্যর্থতায় হারতে হয়েছে পাকিস্তানকে।

ক্রিকেটের সঙ্গে কী বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ানের প্রেমটা একটু কমে গেল? হুট করে মনে হতে পারে এমন প্রশ্ন কেন? কারণ তো আছেই। পাকিস্তান ক্রিকেটের সবচেয়ে সফল দুই ব্যাটার যে ঘুরপাক খাচ্ছেন ব্যর্থতার বৃত্তেই। আর তাতে হারতে হারতে ক্লান্ত হয়ে পড়েছে পাকিস্তানও।

চলমান নিউজিল্যান্ড সফরের টি-টোয়েন্টি সিরিজ হারের পর এক ম্যাচ বাকি থাকতেই ওয়ানডে সিরিজও হেরেছে ম্যান ইন গ্রিনরা। ঘরের মাঠে মিচ হে’র অপরাজিত ৯৯ রানে ভর করে দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৮৪ রানে হারিয়েছে নিউজিল্যান্ড।

বুধবার (২ এপ্রিল) হ্যামিল্টনে প্রথমে ব্যাটিং করে নিউজিল্যান্ড ৮ উইকেটে ২৯২ রান সংগ্রহ করেছিল। জবাবে আরও একবার ব্যাটারদের ব্যর্থতায় পাকিস্তানে ৪২ ওভারে ২০৮ রানে অলআউট হয়। তবে এদিন দারুণ ব্যাটিং করেন ফাহিম আশরাফ ও নাসিম শাহ।


আরও পড়ুন:

» মেসির দেহরক্ষীর মাঠে প্রবেশে বিধিনিষেধ

» এসএসসি পরীক্ষার বদলে লঙ্কা সফর বেছে নিলেন তামিম


এক রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হেকে দারুণ সঙ্গ দেন আব্বাস। ক্যারিয়ার সেরা ওয়ানডে ইনিংসে হে পাকিস্তানী বোলারদের তুলোধুনো করেছেন। ওয়াসিমের শেষ ওভারে ২২ রান নিয়েছেন। ৭৮ বলে সাতটি করে চার ও ছক্কা হাঁকিয়ে ৯৯ রান করেন। ৭৭ রানের জুটি গড়ার পথে ৪১ রান করেছেন আব্বাস।

 Mitchel hay 99

এক রানের জন্য সেঞ্চুরি মিস হয়েছে মিচ হের।

এছাড়া নিক কেলি ৩১, হেনরি নিকোলাস ২২, রাইস মারিউ ১৮ ও মিচেল ব্র্যাসওয়েল ১৭ রান করেন। পাকিস্তানের হয়ে সুফিয়ান মুকিম ও মোহাম্মদ ওয়াসিম ২টি করে এবং ফাহিম আশরাফ, আকিফ জাভেদ ও হারিস রউফ একটি করে উইকেট নেন।

২৯৩ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই চাপে পড়ে পাকিস্তান। দলীয় ৩০ রানের মাথায় একে একে সাজঘরে ফিরে যান টপঅর্ডারের ৫ ব্যাটার। ৩ বলে ১ রান আসে বাবরের ব্যাট থেকে। আর রিজওয়ান ২৭টি বল খেলে ফিরে যাওয়ার আগে ৫ রান করেন।

৮০ বলে ৭৩ রান করেন অলরাউন্ডার ফাহিম আশরাফ। আর হারিস রউফের কনকাশন নামা নাসিম শাহ ৪৪ বলে ৫১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। এ দুজনের পর তৃতীয সর্বোচ্চ রান আসে এক্সট্রা খাত থেকে ২৭। ১০ বলে ১৩ রান করেন মুকিম।

ক্রিফোস্পোর্টস/০২এপ্রিল২৫/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট