Connect with us
ক্রিকেট

বিপিএলে খেলতে আর কোন বাঁধা নেই বাবর-রিজওয়ানদের

Babar-Rizwan
এনওসি পেয়েছেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। ছবি- সংগৃহীত

আগামীকাল (শুক্রবার) থেকেই পর্দা উঠছে বাংলাদেশের সবচেয়ে বড় ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। একই দিন সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে ইন্টারন্যাশনাল লিগের (আইএল টি-টোয়েন্টি) দ্বিতীয় আসর। এই দু’টি টুর্নামেন্টে অংশ নিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের থেকে অনাপত্তিপত্র পেয়েছে জাতীয় দলের চার ক্রিকেটার। ফলে বিপিএল ও আইএল টি-টোয়েন্টি, এই আসর দুটিতে তাদের যোগদানে আর কোনো বাঁধা থাকলো না।

এনওসি পাওয়া চার ক্রিকেটার হলেন – বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও শাহীন শাহ আফ্রিদি। তাদের মধ্যে তিন জনই বিপিএলে সরাসরি অংশ নিবেন আর শাহীন শাহ আফ্রিদি আইএল টি-টোয়েন্টি খেলতে আরব আমিরাতে উড়াল দেবেন। সংবাদমাধ্যম ক্রিকেট পাকিস্তান এই তথ্যটি নিশ্চিত করেছে।

পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান রিজওয়ান গত আসরের মত এবারও কুমিল্লার হয়েই মাঠে নামবেন। পাকিস্তানের সাবেক কাপ্তান বাবর আজমের ফ্র্যাঞ্চাইজি এ আসরে পরিবর্তিত হয়েছে। সবশেষ সিলেটের হয়ে বিপিএল মাতানো বাবরকে এবার সাকিব আল হাসানের সাথে রংপুর রাইডার্সের হয়ে মাঠ মাতাতে দেখা যাবে। অবশ্য গত আসরে বিপিএলে ছিলেন না এই টপ অর্ডার ব্যাটার।

আরেক পাকিস্তানি পেসার ওয়াসিম জুনিয়র খুলনা টাইগার্সে নাম লিখিয়েছেন৷ আর আইএল টি-টোয়েন্টি খেলতে যাওয়া শাহীন সেখানে খেলবেন ডেজার্ট ভাইপার্সের হয়ে। তিন মৌসুমের জন্য তিনি দলটির হয়ে খেলার চুক্তি করেছেন। দলটিতে তার জাতীয় দলের সতীর্থ শাদাব খান ও আজম খানও নাম লিখিয়েছেন কিন্তু পিসিবি থেকে এখনও এই দুই ক্রিকেটার এনওসি পাননি।

সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার জন্য ফখর জামান ও আজম খান এনওসির অপেক্ষায় আছেন। তবে এটি খুব সতর্কতার সাথে পিসিবি বিবেচনা করছে। মূলত ক্রিকেটারদের মনোভাব বুঝে তবেই এনওসি দিতে চায় পিসিবি। কেননা এর আগে জাতীয় দলের হয়ে টেস্ট বাদ দিয়ে বিগ ব্যাশ খেলার জন্য পেসার হারিস রউফের সাথে বেশ টানাপোড়েন পোহাতে হয়েছে পিসিবিকে। অবশ্য অনেক জলঘোলার পর সেখানে খেলার অনুমতি পেয়েছিলেন হারিস। সেখানে আরও দুই পাক ক্রিকেটার উসামা মীর ও জামান খানও খেলছেন।

আগামীকাল আসরের প্রথম ম্যাচে দুপুর আড়াইটায় মাঠে নামবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও দুর্দান্ত ঢাকা। তবে এনওসি পেতে দেরি হওয়ায় কাল কুমিল্লার হয়ে মাঠে না ও দেখা যেতে পারে মোহাম্মদ রিজওয়ানকে। এছাড়া নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ দু’টি ম্যাচ এখনো বাকি রয়েছে তাদের।

আরও পড়ুন: বিশ্বের কোনো ক্রিকেটার শতভাগ ফিট হয়ে খেলে না: তামিম 

ক্রিফোস্পোর্টস/১৮জানুয়ারি২৪/এমএস/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট