বর্তমানে ক্রিকেটের বিভিন্ন ইভেন্টে জূড়েই প্রচারণা চালিয়ে যাচ্ছে বিভিন্ন জুয়া প্রতিষ্ঠানগুলো। এই প্রতিষ্ঠানগুলো দলের পাশাপাশি বিভিন্ন খেলোয়াড়কেও টার্গেট করে। তেমনি পাকিস্তান জাতীয় দলের দুই ব্যাটার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকেও স্পন্সরশিপ এর প্রস্তাব দেয় একটি জুয়া প্রতিষ্ঠান। যে প্রস্তাব তারা ফিরিয়ে দিয়েছে বলে দাবি করেছে পাকিস্তানের একটি সংবাদ মাধ্যম।
পাকিস্তানের সংবাদমাধ্যম জিওসুপারের বলে, পিসিবির সঙ্গে চুক্তি করা দফা নিউজ এর অধীনে প্রায় ১৫০ টির বেশি অবৈধ জুয়া প্রতিষ্ঠান ও অ্যাপস পরিচালিত হয়। তাছাড়া পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) কয়েকটি দল এসব প্রতিষ্ঠানের প্রচারণা করে আসছে।
এসব প্রতিষ্ঠানের মধ্য থেকেই ওয়ানএক্সবেট নামে একটি প্রতিষ্ঠান তাদেরকে প্রস্তাব দিয়েছিল। প্রতিষ্ঠানটি বাবরকে বার্ষিক ২৫০ মিলিয়ন ও রিজওয়ানকে ১০০ মিলিয়ন রুপি দেওয়ার প্রস্তাব জানিয়েছিল। প্রস্তাবে টাকার অঙ্কটা অনেক বড় হলেও সে প্রস্তাব ফিরিয়ে দেয় এই দুই ব্যাটার।
জুয়া কোম্পানির এই প্রস্তাবকে ফিরিয়ে দেওয়ার কারণ হলো প্রতিষ্ঠানটি অবৈধ। আর মুসলিম হিসেবে কোন জুয়া প্রতিষ্ঠান বা সিগারেটের কোম্পানির প্রচারণা চালাবে না বলে জানিয়েছেন এই দুই ব্যাটার।
এর আগে রিজওয়ান পিএসএলে মুলতান সুলতানের অধিনায়ক থাকা অবস্থায় তার দলের সঙ্গে ‘ওলফ৭৭৭’ নামে একটি জুয়া প্রতিষ্ঠানের চুক্তি ছিল। তবে তাদের লোগো ব্যবহারর আপত্তি জানিয়েছিলেন রিজওয়ান।
আরও পড়ুন: ফুটবল বিশ্বকাপ বাছাইয়ের প্রাথমিক দল ঘোষণা বাফুফের
ক্রিফোস্পোর্টস/০৬নভেম্বর২৩/এমটি