বাবর আজমের অধিনায়কত্বের সময় তার মন মত পাকিস্তানের ব্যাটিং অর্ডার সাজানো হতো বলে অনেক আগে থেকেই অভিযোগ শোনা যেত। বিষয়টি নিয়ে দেশের সাবেক ক্রিকেটারদের থেকেও নানা সময়ে সমালোচনা শুনতে হয়েছে তাকে। বিশেষ করে টি-টোয়েন্টি দলে বাবর-রিজওয়ানের উদ্বোধনী জুটি নিয়ে অনেকেরই দ্বিমত ছিল। এখন পাকিস্তান দলে আর নেতৃত্বে নেই বাবর আজম। তাই পাকিস্তানের সংবাদমাধ্যম জানিয়েছে, বাবরের সময়ে থাকা ব্যাটিং লাইন আপেও পরিবর্তন দেখা যেতে পারে।
আগামী মাসের ১২ তারিখ থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলতে নামছে পাকিস্তান। সেখানে নতুন টি-টোয়েন্টি অধিনায়ক শাহীন শাহ আফ্রিদির নেতৃত্বে মাঠে খেলতে নামবেন সাবেক কাপ্তান বাবর আজমও। আসন্ন এই সিরিজেই বাবর-রিজওয়ানের বদলে নতুন কোনো উদ্বোধনী জুটি দেখতে পাওয়ার জোর সম্ভাবনা শোনা যাচ্ছে।
ইতোমধ্যেই নাকি সায়েম আইয়ুবের সঙ্গে জুটি করে বাবর বা রিজওয়ান যে কোন একজনকে ওপেনিংয়ে নামানোর কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট। পাক গণমাধ্যম জিও নিউজ পিসিবির বরাতে বলছে, বাবর-রিজওয়ান এদের মধ্যে যে কোন একজন ওপেনিংয়ে নামবেন।
বাবার ওপেনিংয়ে নামলে রিজওয়ানকে তিনে নামতে হবে। আর রিজওয়ান যদি উদ্বোধনীতে নামেন তাহলে বাবরকে তিন নম্বরে নেমে যেতে হবে। এমনকি দু’এক ম্যাচের জন্য বিশ্রামেও থাকতে হতে পারে পাকিস্তানের এই দুই তারকা ক্রিকেটারকে। পিসিবির টিম ম্যানেজমেন্ট এ পরামর্শ এসেছে – ব্যাটিং অর্ডারের চারে ফখর জামান, পাঁচে ইফতিখার আহমেদ এরপর আজম খানকে নামাতে।
ব্যাটিং অর্ডার নিয়ে ওঠা এই গুঞ্জনের কিছুটা আঁচও পাওয়া গেছে পিসিবির সদ্য ঘোষিত ১৭ সদস্যের টি-টোয়েন্টি স্কোয়াড থেকেও। স্কোয়াডে তিন জন উইকেটরক্ষক ব্যাটসম্যান জায়গা পেয়েছেন। যেখানে মোহাম্মদ রিজওয়ান, আজমের সাথে নতুন করে ডাক পেয়েছেন হাসিবুল্লাহ খান। পালাবদল করে তিনজনকেই ম্যাচ খেলানো হতে পারে। তবে রিজওয়ান খেললে উইকেটের পেছনে আজমকে দেখা যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।
নতুন কাপ্তান শাহীন শাহ আফ্রিদির দলে বেশ কিছু তরুণকে সুযোগ দিয়েছে পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট। এর মধ্যে দলে নতুন হিসেবে ডাক পেয়েছেন হাসিবুল্লাহ খান এবং আব্বাস আফ্রিদি। এছাড়াও শাহিবজাদা ফারহান এবং সায়েম আইয়ুবদের মত তরুণদের স্কোয়াডে ডাকা হয়েছে।
বাবর, রিজওয়ান, ফখরদের সাথে এসব তরুণদেরও ঝালিয়ে দেখতে চাচ্ছে পিসিবি। পাকিস্তানের এখন মূল লক্ষ্যই হচ্ছে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল গুছিয়ে নেয়া। আগামী বছরের জুন মাসে যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজ যৌথভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে।
আরও পড়ুন: শাহীনকে অধিনায়ক করে পাকিস্তানের টি-টোয়েন্টি দল ঘোষণা
ক্রিফোস্পোর্টস/২১ডিসেম্বর২৩/এমএস/এমটি