ব্যাট হাতে সময়টা মোটেও ভালো যাচ্ছে না বাবর আজমের। চলমান সেঞ্চুরিয়ন টেস্টের প্রথম ইনিংসেও ব্যাট হাতে ব্যর্থতার গণ্ডি থেকে বের হতে পারেননি সাবেক পাক অধিনায়ক। এত এত ব্যর্থতার মাঝেও এক বিশেষ রেকর্ড গড়লেন তিনি। তিন ফরম্যাটের ক্রিকেটে ৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন পাকিস্তানের এই ব্যাটার।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়ন টেস্টে কামরান গুহলামের কাছে হারিয়েছেন টেস্টে নিজের পছন্দের ৪ নম্বর। ফলে ৩ নম্বর পজিশনে ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করতে পারেননি বাবর। ১১ বলে করেন মাত্র ৪ রান। আর এই ৪ রান করার মধ্য দিয়ে টেস্টে ৪ হাজার রানের ক্লাবে প্রবেশ করেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক।
কোরবিন বোসকে ৪ মেরে টেস্টে চার হাজার রানের মাইলফলক স্পর্শ করেন বাবর। সেঞ্চুরিয়ন টেস্টের প্রথম ইনিংসে সেই একমাত্র ৪টি ছাড়া আর কোনো রান করতে পারেননি তিনি। ডেন পেটারসনের বলে নিজের খেলা ১১তম বলে আউট হয়ে মাঠ ছাড়েন তিনি।
আরও পড়ুন:
» রোহিতের উইকেট নিয়ে কামিন্স গড়লেন নতুন কীর্তি
» ইনজুরি কাটিয়ে বিপিএলে খেলতে পারবেন সৌম্য? সর্বশেষ যা জানা গেল
অনেক আগেই ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন বাবর। বাকি ছিল শুধু টেস্ট ফরম্যাটে। সেঞ্চুরিয়নে টেস্টের সেই দীর্ঘ কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণ হয়েছে। এতে তিন ফরম্যাটেই ৪ হাজার রান করা ক্রিকেটারদের এলিট ক্লাবে প্রবেশ করেছেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক।
ক্রিকেট ইতিহাসের তৃতীয় ক্রিকেটার হিসেবে অনন্য এই কীর্তি গড়েন বাবর আজম। এর আগে ২০২২ সালে প্রথম ক্রিকেটার হিসেবে সব ফরম্যাটে ৪ হাজার রান করা ক্রিকেটারদের এলিট ক্লাবে প্রবেশ করেন বিরাট কোহলি। এরপর দ্বিতীয় ক্রিকেটার একই রেকর্ডে ভাগ বসান কোহলির সতীর্থ রোহিত শর্মা।
চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের দুই ক্রিকেটারের সঙ্গে তৃতীয় ব্যাটার হিসেবে এই ক্লাবে নাম লিখিয়েছেন পাকিস্তানি এই ব্যাটার। বর্তমানে টেস্টে বাবরের মোট ৪ হাজার ১ রান। এছাড়াও ওয়ানডে ও টি-টোয়েন্টিতে বাবরের রান যথাক্রমে ৫ হাজার ৯৫৭ এবং ৪ হাজার ২২৩ রান।
ক্রিফোস্পোর্টস/২৭ডিসেম্বর২৪/এসআর/বিটি