Connect with us
ক্রিকেট

সেমিফাইনালের আগে দুঃসংবাদ পেলেন ডেভিড মিলার

ডেভিড মিলার। ছবি- ক্রিকইনফো

আজ সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। এদিকে ইংলিশদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে আচরণ বিধি ভঙ্গের দায়ে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি) কর্তৃক দুঃসংবাদ পেয়েছেন প্রোটিয়া ব্যাটার ডেভিড মিলার। এই তারকা ক্রিকেটারকে তিরস্কৃত করার বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।

গেল শুক্রবার সেন্ট লুসিয়ায় ইংল্যান্ড ম্যাচে ঘটে যাওয়া ঘটনার প্রেক্ষিতে শাস্তি পেয়েছেন মিলার। নিজেদের ব্যাটিং ইনিংসের ১৯তম ওভারে ঘটে সেই কান্ড। যেখানে ইংলিশ পেসার স্যাম কারানের একটি ফুল টস বলের উচ্চতার জন্য ‘নো’ বলের আশা করেছিলেন মিলার। তবে আম্পায়ার সেটি না দিলে নিজের অসন্তোষ প্রকাশ করেন তিনি। আম্পিয়ারকে তার সিদ্ধান্ত পর্যালোচনার জন্য রিভিউ নেওয়ার ইঙ্গিত করেন মিলার।

আন্তর্জাতিক ম্যাচ চলাকালে মাঠেই আম্পায়ারের সিদ্ধান্তে মিলারের অসন্তোষ প্রকাশ করার বিষয়টি চোখ এড়ায়নি আইসিসির। ওই ঘটনায় মিলারকে কোনো আর্থিক জরিমানা করা না হলেও আনুষ্ঠানিকভাবে তিরস্কার করা হয়েছে তাকে। পাশাপাশি তার নামের সঙ্গে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও। গেল ২৪ মাসে এটি মিলনের প্রথম কোন ডিমেরিট পয়েন্ট।

অন-ফিল্ড আম্পায়ার ক্রিস ব্রাউন ও শরফুদ্দৌলা ইবনে শহীদ, তৃতীয় আম্পায়ার জোয়েল উইলসন এবং চতুর্থ আম্পায়ার ক্রিস গ্যাফানি অভিযোগটি আরোপ করেন। তবে ডেভিড মিলার ম্যাচ রেফারি জেফ ক্রোর দেওয়া শাস্তি মেনে নিলে আনুষ্ঠানিক কোন শুনানির প্রয়োজন হয়নি।

এদিকে আজ সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে ক্যারিবিয়ানদের হারিয়ে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে ডেভিড মিলারের দল দক্ষিণ আফ্রিকা। এছাড়া এই গ্রুপ থেকে শেষ চারে পৌঁছে গেছে ইংল্যান্ড। সেমিফাইনালের বাকি দুই অবস্থানের জন্যে আজ রাতে ভারতের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া এবং আগামীকাল বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে আফগানরা।

আরও পড়ুন: আফগানদের হারিয়ে বিশ্বকাপ শেষ করতে চান পোথাস

ক্রিফোস্পোর্টস/২৪জুন২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট