নেপালে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশ। গতকাল সেমিফাইনালে প্রতিবেশী দেশ ভারতকে টাইব্রেকারে হারিয়ে এই কৃতিত্ব অর্জন করে মিরাজুল-আসিফরা। আগামীকাল স্বাগতিক নেপালের বিপক্ষে শিরোপার লড়াইয়ে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে ফাইনালের আগে বড় এক দু:সংবাদই পেল বাংলাদেশ।
দলের মূল গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ ইনজুরিতে পড়ায় ফাইনালে খেলা হচ্ছে না তার। সেমিতে ভারতের বিপক্ষে ম্যাচে চোখের নিচে আঘাত তৎক্ষনাৎ মাঠ ছাড়েন শ্রাবণ। কিন্তু আঘাতটি গুরুতর হওয়ায় ফাইনালের বদলে দেশে ফিরতে হচ্ছে তাকে।
দলের মূল গোলরক্ষকের চোট প্রসঙ্গে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন অনূর্ধ্ব-২০ দলের ম্যানেজার খন্দকার রকিবুল ইসলাম। সাবেক এই ফুটবলার ও বাফুফে ডেভেলপমেন্ট কমিটির সদস্য বলেন, ‘শ্রাবণ চোখের নিচে বেশ গুরুতর আঘাতই পেয়েছে। এখানকার চিকিৎসকেরা সার্জারি করতে পরামর্শ দিয়েছেন তবে আমরা চাই সার্জারি দেশে করানো হোক। কাল রাতেও ও হাসপাতালে ছিল। এখন আমি এয়ারপোর্টে আছি, আজ টিকিট পাওয়া গেলে আজই শৃরাবণকে দেশে পাঠানো হবে না হলে কাল। তার অবস্থা বর্তমানে স্বাভাবিক রয়েছে।’
এর আগে জাতীয় দলের হয়ে খেলা এই গোলরক্ষকের বয়স ২০ এর কম হওয়ায় চলমান টুর্নামেন্টে সুযোগ পান তিনি। ক্লাব ফুটবলে তিনি বসুন্ধরা কিংসের হয়ে খেলেন। তবে শ্রাবণের ইনজুরিতে গতকাল ম্যাচে বদলি নেমেই জয়ের নায়ক বনে যান আরেক গোলরক্ষক আসিফ।
ভারতের বিপক্ষে টাইব্রেকারে দু’টি শট ঠেকানো আসিফই নেপালের বিপক্ষে কাল গোলপোস্ট সামলাবেন। এর আগে টুর্নামেন্টের গ্রুপ পর্বের খেলায় নেপালের কাছে ২-১ গোলে হেরেছিল বাংলাদেশ।
ক্রিফোস্পোর্টস/২৭আগস্ট২৪/এমএস