Connect with us
ফুটবল

মেসিকে নিয়ে আর্জেন্টিনার জন্য দুঃসংবাদ

Messi
লিওনেল মেসি। ছবি- সংগৃহীত

আসন্ন ফিফা উইন্ডোতে বিশ্বের সব বড় বড় দলই খেলতে নামছে। বসে নেই বিশ্বকাপজয়ী লিও মেসির আর্জেন্টিনাও। আগামী সপ্তাহেই মার্কিন যুক্তরাষ্ট্রে পূর্ব নির্ধারিত দুটি ম্যাচ খেলতে মাঠে নামবে লিওনেল স্কালোনির শীষ্যরা। এর মধ্যে আলবিসেলেস্তেদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ এল সালভাদর। আর দ্বিতীয় ম্যাচটি কোস্টারিকার বিপক্ষে।

প্রথম ম্যাচটি আগামী ২২ মার্চ যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় এবং পরের ম্যাচটি ২৬ মার্চ লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত হবে। ম্যাচ দুটিকে ঘিরে মেসিকে অধিনায়ক করে স্কোয়াডও ঘোষণা করেছিল স্কালোনি। কিন্তু এবার সেই মেসিকে ঘিরেই দুঃসংবাদের মুখে আলবিসেলেস্তেরা। চোটে পড়ায় ম্যাচ দুটিতে খেলতে পারবেন না বিশ্বকাপজয়ী অধিনায়ক।

হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন আর্জেন্টাইন এই ক্ষুদে জাদুকর। ফলে জাতীয় দলের দুই ম্যাচসহ চলতি মাসে ইন্টার মায়ামির হয়েও বাকি দুই ম্যাচে আর পাওয়া যাবে না মেসিকে। বিষয়টি নিশ্চিত করেছে মায়ামির কোচ জেরার্ডো মার্টিনো নিজেই। চোটের কারণে গতকাল এমএলএসে ডিসি ইউনাইটেডের বিপক্ষেও মাঠে নামেননি লিও। অবশ্য লুইস সুয়ারেজের জোড়া গোলের সুবাদে প্রতিপক্ষকে ৩-১ গোলে হারাতে তেমন বেগ পেতে হয়নি দলকে।

আরও পড়ুন :

» ফিফটি করা ম্যাচে নাসরকে জিতিয়ে যে বার্তা দিলেন রোনালদো

» এফএ কাপে নতুন ইতিহাস গড়লো ম্যানচেস্টার সিটি

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন মায়ামি কোচ মার্টিনো। সেখানে ম্যাচের পাশাপাশি মেসি কবে নাগাদ ম্যাচে ফিরবেন সে বিষয়েও কথা বলেন তিনি, ‘আমাদের মেসিকে নিয়ে সামনে লক্ষ্য হলো কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনালে তাকে খেলানো। তাকে নিয়ে কোন প্রকার ঝুঁকি নিতে আমরা রাজি নই।

মায়ামির চ্যাম্পিয়ন্স কাপের খেলা আগামী ৩ অক্টোবর মন্টেরির বিপক্ষে। তার আগে পিংকদের ২৪ মার্চ নিউইয়র্ক রেড বুলস ও ৩১ মার্চ নিউইয়র্ক সিটির বিপক্ষে ম্যাচ রয়েছে। এই দু’টি ম্যাচেও যে মেসিকে পাওয়া যাবে না সেটাও যেন বুঝিয়ে দিলেন মার্টিনো।

আরও পড়ুন : মেসি না থাকায় সুয়ারেজের চমক দেখলো মায়ামি

ক্রিফোস্পোর্টস/১৭মার্চ২৪/এমএস/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল