গতকাল পর্দা উঠেছে ওডিআই বিশ্বকাপের ১৩তম আসরের। আগামী ৮ অক্টোবর চেন্নাইয়ের এম.এ. চিদাম্বরম স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে স্বাগতিক ভারত। তবে দুর্দান্ত ফর্মে থাকা ওপেনার শুভমান গিলের এই ম্যাচ খেলা নিয়ে কিছুটা শঙ্কা তৈরি হয়েছে। ভারত শিবিরে হঠাৎ দুঃস্বপ্নের আনাগোনা।
দ্য টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে জানা যায়, শুভমান গিল প্রচন্ড জ্বরে আক্রান্ত। এর ফলে তাকে প্রথম ম্যাচে পাওয়া যাবে কিনা তা এখনো নিশ্চিত নয়। তার ডেঙ্গু পরীক্ষার সময়ও নির্ধারণ করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআই এর একটি সূত্র জানিয়েছে, ‘চেন্নাইয়ে আসার পর থেকেই শুভমানের প্রচন্ড জ্বর। তার পরীক্ষা-নিরীক্ষা চলছে। আজ (শুক্রবার) তার আরো পরীক্ষা নিরীক্ষা হবে এবং উদ্বোধনী ম্যাচে তার থাকার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।’
এই বছরটা দুর্দান্ত ছন্দের সাথে পার করছেন শুভমান। তার দলে থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। তবে যদি তার স্বাস্থ্যের কোন উন্নতি না হয় তাহলে ভারতীয় ম্যানেজমেন্টকে বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হবে। গিলকে বাদ দেওয়া হলে আরেক প্রতিভাবান তরুণ ঈশান কিষানকে দেখা যেতে পারে দলে।
২০১৯ সালে ওডিআই অভিষেক হয় শুভমানের। ৩৫ ম্যাচে ৬৬ গড়ে ১৯১৭ রান করেছেন। যার মধ্যে ৬ টি সেঞ্চুরি ও ৯ টি হাফ সেঞ্চুরি রয়েছে। এছাড়া চলতি বছর ৭২.৩৫ গড়ে মোট ১২৩০ রান করেছেন তিনি।
আরও পড়ুন: ২০১৯ বিশ্বকাপের সাকিবকে আবার দেখা যাবে?
ক্রিফোস্পোর্টস/৬অক্টোবর২৩/এমটি/এজে