Connect with us
ক্রিকেট

ইডেনে কোহলিদের মুখোমুখি হওয়ার আগে দুঃসংবাদ কলকাতার

kolkata knight riders
তৃতীয় স্থানে নেমে গেছে কলকাতা। তবে ২৪ ঘণ্টার মধ্যে আবার দুইয়ে উঠে আসতে পারে কলকাতা

আজ যেন সুপার সানডে। ইডেন গার্ডেন্সে বিরাট কোহলিদের বিরুদ্ধে মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স। তবে মাঠে নামার আগে পয়েন্ট টেবিলে দুঃসংবাদ পেয়েছে নাইট শিবির। আইপিএলের পয়েন্ট তালিকায় নিচে নেমে গেছে নাইটরা। শনিবার রাতে সানরাইজার্স হায়দরাবাদের কাছে দিল্লি ক্যাপিটালস হারতেই দ্বিতীয় স্থান হারাতে হয়েছে শ্রেয়াস আয়ারদের। ৬টি ম্যাচ খেলে চারটিতে জয় পেয়েছে কেকেআর।

আইপিএলে পয়েন্ট তালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছে রাজস্থান রয়্যালস। সঞ্জু স্যামসনের দল সাতটি ম্যাচ খেলে জয় পেয়েছে ছ’টিতে। তাদের সংগ্রহ ১২ পয়েন্ট। দ্বিতীয় স্থানে উঠে এসেছে হায়দরাবাদ। প্যাট কামিন্সেরা সাতটি ম্যাচ খেলে জিতেছেন পাঁচটি। তাঁদের সংগ্রহ ১০ পয়েন্ট। তৃতীয় স্থানে নেমে যাওয়া কেকেআরের সংগ্রহ ৮ পয়েন্ট। তবে ২৪ ঘণ্টার মধ্যে আবার দ্বিতীয় স্থানে উঠে আসতে পারে কলকাতা। আজ কোহলিদের বিরুদ্ধে জিতলে দ্বিতীয় স্থানে উঠে আসবে কলকাতা।

এদিকে আইপিএলের প্লে-অফের লড়াইয়ে টিকে থাকতে ইডেনে জিততেই হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। অন্য দিকে হারের ধাক্কা কাটিয়ে জয়ে ফিরতে চাইবে কলকাতা নাইট রাইডার্সও। আজ কলকাতার কাছে হেরে গেলে এবারের মতো বিরাট কোহলিদের আইপিএল প্রায় শেষ। তাই তাদের কাছে এই ম্যাচ সেমিফাইনাল।

রবিবার ইডেনে বিকাল চারটায় শুরু ম্যাচ। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে দুপুরের খেলায় প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিল আয়াররা। দুপুরে প্রচণ্ড গরমে খেলতে সমস্যা হয়েছিল ব্যাটারদের। কিন্তু বিকালের পর কলকাতার ব্যাটারেরা অনেক সহজে ব্যাট করেছিলেন। তাই কলকাতা-বেঙ্গালুরু ম্যাচেও টস বড় ফ্যাক্টর হতে পারে।

চলতি আইপিএলে দ্বিতীয়বার মুখোমুখি হচ্ছে কলকাতা-ব্যাঙ্গালুরু। প্রথম সাক্ষাতে জিতেছিল শাহরুখ খানের দল। আজ ‘ডাবল’ জয়ের লক্ষ্যমাত্রা কলকাতার, অন্যদিকে প্রতিশোধের পালা কোহলিদের।

বিরাট কোহলিদের আটকাতে একাদশে কাদের নিতে পারে কেকেআর? ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো দেখিয়েছে কলকাতার সম্ভাব্য একাদশ।

কলকাতার সম্ভাব্য একাদশ: ফিল সল্ট, সুনীল নারিন, অঙ্গকৃশ রঘুবংশী, শ্রেয়াস আয়ার, ভেঙ্কটেশ আয়ার, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, রমনদ্বীপ সিং, মিচেল স্টার্ক, বরুণ চক্রবর্তী, হার্শিত রানা। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে রেখেছে সূযশ শর্মাকে।

আরও পড়ুন: বড় সংগ্রহের ম্যাচে দিল্লিকে হারিয়ে হায়দরাবাদের টানা চার জয়

ক্রিফোস্পোর্টস/২১এপ্রিল২৪/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট