
বিশ্বকাপ বাছাইপর্বে জয় দিয়ে ফিফা মার্চ উইন্ডো শুরু করেছে ব্রাজিল ও আর্জেন্টিনা। তবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যকার বহুল প্রতীক্ষিত ম্যাচের আগে বড় ধাক্কা খেল সেলেসাওরা। চোটের কারণে ইতোমধ্যেই এডারসন মোরায়েস স্কোয়াড থেকে ছিটকে গিয়েছিলেন, এবার সেই তালিকায় যোগ হলো ব্রাজিলের প্রধান গোলরক্ষক অ্যালিসন বেকারের নামও।
গতকাল কলম্বিয়ার বিপক্ষে ২-১ গোলে জয়ের ম্যাচে দুর্ঘটনাবশত মাথায় আঘাত পান অ্যালিসন। প্রতিপক্ষ ড্যাভিনসন সানচেজের সঙ্গে সংঘর্ষে পড়ে তাকে মাঠ ছাড়তে হয় ৭১তম মিনিটেই। তার জায়গায় নামানো হয় ম্যাথিয়াস বেন্তোকে। তবে গুরুত্বপূর্ণ আর্জেন্টিনা ম্যাচের আগে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র স্কোয়াডে নতুন একজন গোলরক্ষক নেওয়ার সিদ্ধান্ত নেন।
শুধু অ্যালিসন নন, আরও তিন ফুটবলারকে হারিয়ে দলে বড় ধরনের পরিবর্তন আনতে হয়েছে ব্রাজিলকে। কলম্বিয়া ম্যাচের শুরুতেই চোট পেয়ে মাঠ ছাড়েন মিডফিল্ডার গার্সন। পাশাপাশি দুই হলুদ কার্ড পাওয়ায় নিষিদ্ধ হয়েছেন গ্যাব্রিয়েল মাগালায়েস ও ব্রুনো গুইমারেস। সব মিলিয়ে চারটি নতুন পরিবর্তন এনে দল পুনর্গঠন করতে হয়েছে সেলেসাও কোচকে।
আরও পড়ুন:
» ভারত ম্যাচের আগে ফাহমিদুল প্রসঙ্গে যা বললেন হাভিয়ের কাবরেরা
» উরুগুয়েকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের পথে এগিয়ে গেল আর্জেন্টিনা
নতুন করে দলে জায়গা পেয়েছেন মিডফিল্ডার জোয়াও গোমেজ ও এডারসন, ডিফেন্ডার ভেরালদো এবং গোলরক্ষক ওয়েভারটন। এর আগে বিশ্বকাপ বাছাইয়ের মূল দল থেকে চোটের কারণে বাদ পড়েন নেইমার জুনিয়র, দানিলো ও এডারসন। এছাড়া এখনও মাঠের বাইরে রয়েছেন এডার মিলিটাও ও গ্যাব্রিয়েল মার্টিনেল্লি।
আগামী ২৬ মার্চ ব্রাজিল-আর্জেন্টিনার গুরুত্বপূর্ণ ম্যাচ। তার আগে ব্রাজিলের একাধিক তারকার অনুপস্থিত সেলেসাওদের জন্য কঠিন চ্যালেঞ্জ তৈরি করছে। বিশ্বকাপ বাছাইপর্বে এখন পর্যন্ত ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আর্জেন্টিনা, আর ২১ পয়েন্ট নিয়ে তিনে ব্রাজিল। আসন্ন ম্যাচে ব্রাজিলের সঙ্গে অন্তত ড্র করেলেও আনুষ্ঠানিকভাবেই বিশ্বকাপে জায়গা নিশ্চিত করবে আর্জেন্টিনা।
ক্রিফোস্পোর্টস/২২মার্চ২৫/এফএএস
