তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কাকে হেসে খেলে হারিয়েছিল বাংলাদেশ অবশ্য এর পরের ম্যাচেই ঘুরে দাঁড়িয়ে টাইগারদের পরাজয়ের স্বাদ দিয়ে সিরিজে সমতা ফেরায় লঙ্কানরা। তাই সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচটি দুই দলের জন্যই অঘোষিত ফাইনাল।
এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই বাংলাদেশ শিবিরে ছড়িয়েছে দুঃসংবাদ। প্রথম দুই ম্যাচে টাইগারদের পেস আক্রমণের অন্যতম অস্ত্র তানজিম হাসান সাকিব অনুশীলন চলাকালে ইনজুরিতে পড়েছেন। ডান পায়ের হ্যামস্ট্রিংয়ের চোটে সিরিজ নির্ধারণী শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন সাকিব।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই ওয়ানডে ম্যাচে বল হাতে ৪ উইকেট শিকার করেছিলেন এই ডানহাতি পেসার। যার মধ্যে প্রথম ম্যাচে প্রতিপক্ষের প্রথম তিন উইকেট শিকার করে ম্যাচ জয়ে বিশেষ ভূমিকা রেখেছিলেন সাকিব। এর আগে টি-টোয়েন্টি সিরিজের দলে জায়গা পাননি তিনি।
সংক্ষিপ্ত ফরমেটের ক্রিকেটে মোস্তাফিজুর রহমান বেশ অধারাবাহিক এবং ফর্মহীন থাকায় তার পরিবর্তে সাকিব সুযোগ পেয়েছিলেন ওয়ানডে দলে। এবার তিনিও দল থেকে ছিটকে যাওয়ায় টাইগারদের পেস আক্রমণ নিয়ে ভালোই চিন্তায় পড়তে হবে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে।
তাই শেষ ম্যাচে এবার পুরনো মোস্তাফিজের ওপর টিম ম্যানেজমেন্ট ভরসা রাখবেন, নাকি দলে নতুন কোন ক্রিকেটার যোগ দিবেন সেটা সময়ই বলে দেবে। তবে বোলিং ইউনিটে সাকিবের অভাব নিঃসন্দেহে বোধ করবে বাংলাদেশ। এর আগে গোটা লঙ্কান সিরিজে ব্যাট হাতে অধারাবাহিক হওয়ায় শেষ ম্যাচের দল থেকে বাদ পড়েছেন লিটন দাস।
আরও পড়ুন: স্টপ ক্লক নিয়ে আসছে আইসিসি, বোলারদের জন্য কঠিন পরীক্ষা
ক্রিফোস্পোর্টস/১৬মার্চ২৪/এফএএস