Connect with us
ক্রিকেট

বিশ্বকাপ শুরুর আগে দুঃসংবাদ পেল বাংলাদেশ

Shoriful Islam
শরিফুল ইসলাম

বিশ্বকাপের শুরু থেকে সহ-অধিনায়ক তাসকিন আহমেদকে একাদশে পাওয়ার শঙ্কা থেকে তাকে নিয়েই বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছিল বাংলাদেশ। তাসকিনকে প্রথম ম্যাচ থেকেই পাওয়ার জোর সম্ভাবনা দেখা দিলেও এবার নতুন শঙ্কার মেঘ জমেছে বাংলাদেশের আকাশে। গতকাল শেষ প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে আঙুলে চোট পেয়েছে পেসার শরিফুল ইসলাম। ফলে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে তাকে না ও পাওয়া যেতে পারে।

শরিফুলের চোটের সর্বশেষ পরিস্থিতি নিয়ে বাংলাদেশ দলের চিকিৎসক দেবাশীষ চৌধুরী এক ভিডিও বার্তায় জানান, ‘ভারতের বিপক্ষে তার করা শেষ ওভারের একটি বল ঠেকাতে গিয়ে তার বাঁ হাতের তর্জনী ও মধ্যমার মাঝে একটা স্প্লিট ইনজুরি হয়েছে তার। পরে মাঠেই তাকে প্রথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে ম্যাচ শেষে নাসাউ ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে শরিফুলকে নেওয়া হয়। ওইখানেই তার ক্ষত স্থানে হ্যান্ড সার্জনের তত্ত্বাবধানে ছয়টি সেলাই দিতে হয়েছে। ওর মাঠে ফিরতে আসলে কত দিন লাগবে তা এখনই বলা সম্ভব না। আমরা দুই দিন পর আবারও হ্যান্ড সার্জনের সঙ্গে কথা বলবো, তারপর সেটা বুঝতে পারবো।’

আজ যুক্তরাষ্ট্রের মাটিতে পর্দা উঠেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের। যেখানে প্রথম ম্যাচেই স্বাগতিকদের বিপক্ষে মাঠে নেমেছে কানাডা। আর গতকাল (শনিবার) বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচ খেলতে নেমে ভারতের কাছে ৬০ রানের বড় পরাজয় বরণ করেছে বাংলাদেশ। হার দিয়ে প্রস্তুতি শেষ করলেও বিশ্বকাপের আগে দলের মূল পেসার চোটে পড়ায় সেটা টাইগারদের জন্য বড় চিন্তারই কারণ হয়ে দাঁড়িয়েছে।

গতকাল ভারতের বিপক্ষে বল হাতে দুর্দান্ত ছিল এই টাইগার পেসার। ৩.৫ ওভার বল করে ২৬ রান দিয়ে নেন ১ উইকেট। কিন্তু বিপত্তি বাঁধে নিজের শেষ ওভারের শেষ বলটি করতে গিয়ে। হার্দিক পান্ডিয়াকে করা বলটি ব্যাটারের ফিরতি শটে ঠেকাতে গিয়ে বাঁ হাতের আঙুলে চোট পেয়ে বসেন শরিফুল। ফলে এরপরই মাঠ থেকে উঠিয়ে নেওয়া হয় তাকে। পরে হাসপাতালে নিয়ে গেলে তার আঙুলে ছয়টি সেলাই দেওয়া হয়।

আজ থেকে টি-টোয়েন্টির বৈশ্বিক আসর শুরু হলেও সাকিব-শান্তদের প্রথম ম্যাচ হবে ৮ জুন যুক্তরাষ্ট্রের ডালাসে। বিশ্বকাপের প্রস্তুতি বাজেভাবে শেষ হলেও টাইগারদের আশা শ্রীলঙ্কার বিপক্ষে ৮ তারিখ জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করা। এদিন শরিফুলের জায়গায় একাদশে সুযোগ পাওয়ার জোর সম্ভাবনা আছে বিশ্বকাপ দলে প্রথমবারের মত সুযোগ পাওয়া তানজিম হাসান সাকিবের।

ক্রিফোস্পোর্টস/০২মে২৪/এমএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট