Connect with us
ক্রিকেট

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের আগে কিউই শিবিরে দুঃসংবাদ

Bad news in the Kiwi camp ahead of the Bangladesh-New Zealand series
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের আগে কিউই শিবিরে দুঃসংবাদ। ছবি- সংগৃহীত

আগামী রবিবার থেকে মাঠে গড়াতে যাচ্ছে নিউজিল্যান্ড-বাংলাদেশ তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি। ডানেডিনে শুরু হতে যাওয়া এই ম্যাচের আগেই নতুন করে দুঃসংবাদ পেল স্বাগতিকেরা। জানা গেছে, ইনজুরিতে ভুগছেন কিউই পেসার কাইল জেমিসন। সংবাদটি কিছুটা অস্বস্তির সৃষ্টি করেছে নিউজিল্যান্ড শিবিরে।

আজ সংবাদ বিজ্ঞপ্তিতে নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড জানান, বাঁ দিকের হ্যামস্ট্রিংয়ে কিছুটা অস্বস্তি বোধ করেছেন এই কিউই পেসার। সদ্য সমাপ্ত বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজেও খেলে গেছেন কাইল জেমিসন। গত মঙ্গলবারই বাংলাদেশ থেকে দেশে ফেরেন তিনি। এরপর গতকালই ডানেডিনে গিয়ে দলের সঙ্গে যোগ দিয়েছিলেন জেমিসন।

জেমিসনের ব্যাপারে সতর্কতার কথা জানিয়ে নিউজিল্যান্ডের কোচ বলেন, ‘আমরা কাইলকে নিয়ে সতর্ক আছি। আমরা তাকে নিয়ে কোনপ্রকার তাড়াহুড়ো করতে চাই না, আবার তাকে কোন সমস্যায়ও ঠেলে দিতে চাই না। বিশেষ করে যখন আমাদের ঘরোয়া গ্রীষ্ম (মৌসুম) শুরু হতে যাচ্ছে এমন মুহুর্তে।’

‘খুব বেশি প্রয়োজন পড়লে তবেই তাকে খেলানো হবে। অন্যথায় তার ব্যাপারে কোন প্রকার অপ্রয়োজনীয় ঝুঁকি নিতে আমরা রাজি নই। এ কারণেই প্রথম ম্যাচে আমরা বেনকে দলে অন্তর্ভুক্ত করেছি। সে আমাদের দলের আবহের সাথেও পরিচিত আছে, ফায়ারবার্ডসের (ওয়েলিংটন) হয়ে তাকে পুরো ফিটনেসে দেখতে পেরে খুব ভাল লাগছে’- যোগ করেন স্টিড।

কাইল জেমিসনকে নিয়ে ঝুঁকি না নেয়ার জন্য তার কাভার হিসেবে দলে বেন সিয়ার্সকে নেয়া হয়েছে। আগামী রবিবার থেকে শুরু সিরিজের দলে আছেন তিনি।

বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের ওয়ানডে দল

টম লাথাম (অধিনায়ক), উইল ইয়ং, রাচিন রবীন্দ্র, আদি অশোক, জ্যাকব ডাফি, হেনরি নিকোলস, জশ ক্লার্কসন, ফিন অ্যালেন, টম ব্লান্ডেল, মার্ক চাপম্যান, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, হেনরি নিকোলস, উইল ও’রুর্কে এবং ইশ সোধি।

আরও পড়ুন: প্রকাশ করা হলো বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ট্রফি

ক্রিফোস্পোর্টস/১৫ডিসেম্বর২৩/এমএস/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট