Connect with us
ফুটবল

সাফ মাতানো সাগরিকাকে সুখবর দিল বাফুফে

shagorika-trophy bafufe
সেই সাগরিকাকে সুখবর দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ছবি- সংগৃহীত

বাংলাদেশের ফুটবলে কালো আঁধার থাকলেও সেখানে মাঝে মাঝে বিদ্যুৎ চমকানো মতো চমক দেখান নারী ফুটবলাররা। বিশেষ করে বয়সভিত্তিক নারীদের আসরে। এই তো গত সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে চমক দেখিয়েছিলেন সাগরিকা নামের প্রত্যন্ত অঞ্চলের মেয়েটি। সেরা পুরস্কার পাওয়া সেই সাগরিকাকে সুখবর দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বয়সভিত্তিক চারটি দলে খেলা সাগরিকা এবার খেলবেন বাংলাদেশ জাতীয় দলের হয়ে। সিনিয়র জাতীয় দলে নিজের প্রতিভা দেখানোর সুযোগ পাচ্ছেন তিনি। আগামী ৩১ মে ও ৩ জুন বাংলাদেশের নারী ফুটবল দল দুটি প্রীতি ম্যাচ খেলবে। সেই দলে ডাক পেয়েছেন তিনি।

শুধু সাগরিকায় নয়, বাফুফের ২৩ জনের স্কোয়াডে নতুন মুখ গোলকিপার ইয়ারজান বেগম, মিডফিল্ডার মুনকি আখতার ও ফরোয়ার্ড সুরভী আকন্দ প্রীতি। কিপার সাথী বিশ্বাসকে আবারও দলে ফেরানো হয়েছে। তবে এই দুই ম্যাচে দলের গুরুত্বপূর্ণ মিডফিল্ডার মারিয়া মান্ডা থাকছেন না। ইনজুরিতে পড়েছেন তিনি।

আরও পড়ুন: 

» যেসব মাইলফলকের সামনে দাঁড়িয়ে এবারের বিশ্বকাপ

» গুজরাটের কাছে হেরে বড় ধাক্কা খেল চেন্নাই

সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলা স্বর্ণা রানি, স্বপ্না আক্তার, মার্জিয়া আক্তার ও ফরোয়ার্ড আকলিমা খাতুন বাদ পড়েছেন।

দুটি প্রীতি ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে চায়নিজ তাইপে। ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ১০০ ধাপ এগিয়ে দলটি। বাংলাদেশ নারী দলের অবস্থান যেখানে ১৪০, সেখানে তাইনিজ তাইপের মেয়েরা রয়েছে ৪০তম স্থানে। এই ম্যাচ খেলেই অক্টোবর-নভেম্বরে হতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি শুরু করবে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ।

চাইনিজ তাইপের বিপক্ষে বাংলাদেশ স্কোয়াড :

গোলকিপার : রুপনা চাকমা, ইয়ারজান বেগম ও সাথী বিশ্বাস
ডিফেন্ডার : মাসুরা পারভীন, আফিদা খন্দকার, শামসুন্নাহার (সিনিয়র), সুরমা জান্নাত, কোহাতি কিসকু, শিউলি আজিম (সহ-অধিনায়ক), আনাই মোগিনি ও নিলুফা ইয়াসমিন নিলা
মিডফিল্ডার : মনিকা চাকমা, স্বপ্না রানী, মুনকি আখ্তার, সানজিদা আখতার, সুমাইয়া মাতসুশিমা, ঋতুপর্ণা চাকমা ও শাহেদা আক্তার রিপা।
ফরোয়ার্ড : সাবিনা খাতুন (অধিনায়ক), শামসুন্নাহার (জুনিয়র), তহুরা খাতুন, সাগরিকা ও সুরভী আকন্দ প্রীতি।

ক্রিফোস্পোর্টস/৩০মে২৪/এজে/এসএ 

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল