ফিফার অর্থায়নে প্রায় কোটি টাকার একাডেমি চ্যাম্পিয়নশিপের আয়োজন করতে যাচ্ছে বাফুফে। যেটি ফিফার ট্যালেন্ট ডেভেলপমেন্ট প্রজেক্টের একটি অংশ। সব ঠিক থাকলে চলতি মাসের ১৮ তারিখ অনূর্ধ্ব-১৫ এর এই টুর্নামেন্ট শুরু হবে। সারাদেশ থেকে বাফুফেতে নিবন্ধিত ১৭০টি একাডেমি উক্ত টুর্নামেন্টে অংশগ্রহণ করবে।
যেখানে দুই স্টার বিশিষ্ট একাডেমি রয়েছে ২০টি। বাকি ১৫০টি একাডেমি এক তারকা বিশিষ্ট। দেশের ২৪ জোন ভাগ করে খেলা হবে। সেখান থেকে বাছাই করে শীর্ষ ১২ একাডেমি নিয়ে চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।
বাফুফের বরাত দিয়ে জানা গেছে, টুর্নামেন্টের বাজেট ধরা হয়েছে ৮০ লাখ টাকার মতো। তবে ধারণা করা হচ্ছে, দেশব্যাপী এই টুর্নামেন্ট আয়োজন করতে এক কোটি টাকার মতো ব্যয় হতে পারে। টুর্নামেন্টের সম্পূর্ণ খরচ বহন করবে ফিফা।
আরও পড়ুন: হ্যাভিয়ের ক্যাবরেরার সঙ্গে চুক্তি নবায়ন করলো বাফুফে
ক্রিফোস্পোর্টস/৭ডিসেম্বর২৩/এমএ