Connect with us
ফুটবল

ব্যালন ডি’অর ২০২৪: বেলিংহামকে ছাড়িয়ে শীর্ষে ভিনিসিয়ুস

Ballon d'Or 2024: Vinicius tops Bellingham
ব্যালন ডি’অর পাওয়ার র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ভিনিসিয়ুস। ছবি- সংগৃহীত

ফুটবলে খেলোয়াড়দের ব্যক্তিগত অর্জনের ক্ষেত্রে সবচেয়ে সম্মানজনক পুরস্কার হিসেবে ব্যালন ডি’অরকে বিবেচনা করা হয়। ক্যারিয়ারে যে কোনো ফুটবলারের কাছেই এই পুরস্কারটি জেতা স্বপ্ন পূরণের মত। গত দেড় যুগ ধরে ব্যালন ডি’অরকে নিজেদের সম্পত্তিই বানিয়ে রেখেছিলেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। তবে ২০২৪ ব্যালন ডি’অর এর দৌড়ে অনেক তরুণ ফুটবলাররা এগিয়ে আছেন।

ক্যারিয়ারে এ পর্যন্ত মোট ৮ বার ব্যালন ডি’অর জিতেছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিও মেসি। দ্বিতীয় সর্বোচ্চ পাঁচ বারের জয়ী পর্তুগিজ যুবরাজ ক্রিস্টিয়ানো রোনালদো। দু’জনই এখন ইউরোপ ছেড়ে এমএলএস ও সৌদি প্রো লিগ মাতিয়ে বেড়াচ্ছেন। তাই ক্যারিয়ারের গোধূলি লগ্নে থাকা এই দু’জন ২০২৪ ব্যালন ডি’অর এর দৌড়ে প্রায় নেই বললেই চলে।

তবে ইউরোপ শাসন করছেন এমন বেশ কয়েকজন তরুণ ফুটবলার এবারের ব্যালন ডি’অর জেতার দৌড়ে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতায় আছেন। প্রতিবারের ন্যায় এবারও পুরস্কারটি নিয়ে ফুটবল ভক্তদের মধ্যে কৌতূহল চরমে গিয়ে পৌঁছেছে। জনপ্রিয় ফুটবল বিষয়ক ওয়েবসাইট গোলডটকম ২০২৪ ব্যালন ডি’অর জয়ের দৌড়ে কারা এগিয়ে আছেন তাদের নিয়ে একটি তালিকা প্রকাশ করেছে।

তাদের জরিপে করা তালিকায় ২০২৪ ব্যালন ডি’অর জয়ের দৌড়ে প্রথমবারের মত শীর্ষে উঠে এসেছে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের নাম। তাদের করা পূর্বের তালিকায় ভিনির অবস্থান ছিল চার নম্বরে।

চলতি মৌসুমে রিয়ালের হয়ে ভিনি ২১ গোল করার পাশাপাশি ১১ টি গোলে সহায়তা করেছেন। ক্লাবের হয়ে ইতোমধ্যেই স্প্যানিশ সুপার কাপ ও লা লিগা জিতেছেন। আগামী ১ জুন রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলবেন।

আগের তালিকায় শীর্ষে থাকলেও বর্তমানে দুইয়ে নেমে গেছেন ভিনিরই ক্লাব সতীর্থ ইংল্যান্ডের জুড বেলিংহাম। তার দুইয়ে নেমে যাওয়ার পেছনে অবশ্য ভিনিসিয়ুসের উড়ন্ত ফর্মেরও দায় রয়েছে।

২০২৩-২৪ মৌসুমে বেলিংহাম রিয়ালের হয়ে গোল করেছেন ২৪ টি, আর গোলে সহায়তা করেছেন ১৩ টি। ভিনির মত বেলিংহামও চলতি মৌসুমে স্প্যানিশ সুপার কাপ ও লা লিগা জিতে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলার অপেক্ষায় আছেন।

আগের তালিকার দুইয়ে থাকা পিএসজির ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে এবার তিনে নেমে গেছেন। পিএসজির হয়ে চলতি মৌসুমে এমবাপ্পে শিরোপা জিতেছেন দুইটি – ট্রফি দেস চ্যাম্পিয়ন ও লিগ ওয়ান। গোল করেছেন ৫০ টি ও গোলে সহায়তা করেছেন ১৭ টি।

তালিকার চারে ম্যান সিটির ইংলিশ তারকা ফিল ফোডেন। চলতি মৌসুমে সিটির হয়ে তার গোল সংখ্যা ২৬ টি ও অ্যাসিস্ট ১১ টি। দলের হয়ে জিতেছেন ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপের শিরোপা।

তালিকার পাঁচে আছেন বায়ার লেভারকুসেনের তরুণ জার্মান তারকা ফ্লোরিয়ান ভিরৎজ। লেভারকুসেনের হয়ে ২০২৩-২৪ মৌসুমে টানা ৫০ ম্যাচ অপরাজিত থেকে ইউরোপীয় ক্লাবগুলোর মধ্যে সর্বোচ্চ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়েছেন এই তরুণ তুর্কি।

এছাড়া লেভারকুসেনের হয়ে বুন্দেসলিগা জিতে ফুটবল বিশ্বে তাক লাগিয়ে দিয়েছেন। চলতি মৌসুমে ভিরৎজের গোল সংখ্যা ১৯ টি ও গোলে সহায়তা ২১ টি।

আরও পড়ুন: ব্যালন ডি’অর নয়, ভিনির নজর চ্যাম্পিয়ন্স লিগের শিরোপায় 

ক্রিফোস্পোর্টস/১৪মে২৪/এমএস/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল