ফুটবল বিশ্বের অন্যতম সম্মানজনক পুরস্কার ব্যালন ডি’অর। প্রতিটি ফুটবলারই একবার হলেও এই পুরস্কারটি ছোঁয়ার স্বপ্ন দেখে। তবে প্রতি বছর কেবল একজন পুরুষ ও একজন নারী ফুটবলারই এই আকর্ষণীয় এবং আকাঙ্ক্ষিত পুরস্কারটি পেয়ে থাকেন। এবার মেসি-রোনালদো-এমবাপ্পে-বেলিংহাম কে কোথায়?
‘ফ্রান্স ম্যাগাজিন’ কর্তৃক গৃহীত এই পুরস্কারটি সবচেয়ে বেশিবার ছুয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসি। গত বছরের পুরস্কারটিও তার হাতেই উঠেছে। যার ফলে ৮টি পুরস্কার রয়েছে তার ঝুলিতে। এই ফুটবল জাদুকরের পরেই রয়েছেন পর্তুগীজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। তার ঝুলিতে রয়েছে ৫ টি ব্যালন ডি’অর।
গত এক যুগেরও বেশি সময় ধরে ফুটবল বিশ্বে রাজত্ব করেছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। তবে বয়সের পাল্লা ভারি হওয়ায় তাদের রাজত্ব অনেকটাই ফুরিয়ে এসেছে। তাছাড়া ইউরোপ অধ্যায় শেষে দুজনেই পাড়ি জমিয়েছেন বিশ্বের নিম্ন সারির দুই লিগে। ফলে ব্যালন ডি’অরের তালিকায় শীর্ষে থাকাটা তাদের জন্য অনেকটাই কঠিন হয়ে পড়েছে। তবুও বর্তমানে দারুণ ছন্দে থাকা তারকাদের সঙ্গে ব্যালন ডি’অরের তালিকায় ভালোভাবেই টিকে রয়েছেন মেসি-রোনালদো।
২০২৪ ব্যালন ডি’অর কে জিততে যাচ্ছেন তা নিয়ে আগ্রহের কমতি নেই ফুটবল ভক্তদের মাঝে। জনপ্রিয় ফুটবলভিত্তিক ওয়েবসাইট গোলডটকমের জরিপ অনুযায়ী, ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে রয়েছেন রিয়াল মাদ্রিদের ইংলিশ তারকা জুড বেলিংহাম। ২০২৩-২৪ মৌসুমে ২২ গোলের পাশাপাশি ১৩ টি অ্যাসিস্ট রয়েছে তার। জিতেছেন সুপারকোপার শিরোপা।
এই তালিকায় দুইয়ে রয়েছেন ম্যানচেস্টার সিটির ইংলিশ তারকা ফিল ফোডেন। চলতি মৌসুমে ২৩ গোল ও ১০ অ্যাসিস্টের পাশাপাশি ফিফা ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপ জিতেছেন।
তিনে রয়েছেন পিএসজির ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। চলতি মৌসুমে ৪৫ গোল ও ১৬ অ্যাসিস্টের পাশাপাশি ট্রফি দেস চ্যাম্পিয়ন জিতেছেন তিনি। এছাড়া তালিকায় চার ও পাঁচে রয়েছেন যথাক্রমে ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান তারকা আর্লিং হলান্ড ও সিটির আরেক তারকা রদ্রি।
তবে গোলডটকমের জরিপে শীর্ষ দশে জায়গা হয়নি মেসি-রোনালদোর। শীর্ষ বিশের শেষদিকে স্থান পেয়েছেন এই দুই তারকা। চলতি মৌসুমে আল নাসর তারকা রোনালদো ৩৮ গোল ও ১৪ অ্যাসিস্ট করে তালিকার ১৯ নম্বরে স্থান পেয়েছেন। আর এমএলএস ক্লাব ইন্টার মায়ামির হয়ে খেলা মেসি ১৮ গোল ও ৮ অ্যাসিস্ট করে তালিকার ২০ নম্বরে রয়েছেন।
সময়ের অন্যতম তারকা নেইমার জুনিয়রের জায়গা হয়নি এই তালিকায়। কারণ ইনজুরিতে পড়ে অনেকদিন ধরেই মাঠের বাইরে রয়েছেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার।
আরও পড়ুন: বুন্দেসলিগা জিতে ইতিহাস গড়লো লেভারকুসেন
ক্রিফোস্পোর্টস/১৬এপ্রিল২৪/বিটি