সদ্য শেষ হওয়া ইউরো ও কোপা আমেরিকার আগে এবারের ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনা ছিল এক রকম। কিন্তু দুই মহাদেশীয় টুর্নামেন্ট শেষে এবার হিসেব-নিকেশে পরিবর্তন এসেছে। ভক্ত-সমর্থকদের নজর ছিল এই দুই আসরে খেলোয়াড়েরা কেমন পারফর্মেন্স করে। দুই টুর্নামেন্টে খেলোয়াড়দের পারফর্মেন্সের প্রভাবও তাই পড়েছে ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনায়।
এমনই এক তালিকা প্রকাশ করেছে ফুটবল বিষয়ক ওয়েবসাইট গোল ডটকম। তারা কোপা আমেরিকার শুরুতে আর্জেন্টাইন অধিনায়ক লিও মেসিকেও এই তালিকায় রেখেছিল। তবে টুর্নামেন্ট শেষ মেসির অবস্থান এখন আগের থেকে বেশ পিছিয়েছে। শিরোপা জিতলেও গোল ডটকমের করা তালিকার ১৬ নম্বরে জায়গা পেয়েছেন ইন্টার মায়ামি অধিনায়ক।
তবে এই তালিকায় বড় ভূমিকা রেখেছে ইউরো চ্যাম্পিয়নশীপ। জুড বেলিংহামের ইংল্যান্ডকে ফাইনালে হারিয়ে শিরোপা জিতেছে রদ্রি-ইয়ামালের স্পেন। ফলে রদ্রিসহ ইয়ামাল-ওলমোর মত স্প্যানিয়ার্ডরাও ফুটবলারদের সবচেয়ে সম্মানজনক পুরস্কার জয়ের প্রতিযোগিতায় স্থান পেয়েছেন।
আরো পড়ুন : চোট নিয়ে বড় দুঃসংবাদ পেলেন লিওনেল মেসি
গোল ডটকমের করা তালিকার শীর্ষে আছেন স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। সবশেষ মৌসুমে ক্লাব ম্যান সিটির হয়ে ক্লাব বিশ্বকাপ, সুপার কাপ ও লিগ শিরোপা জিতেছেন। সাথে স্পেনের হয়ে ঘরে তুলেছেন ন্যাশন্স লিগ আর ইউরো। এতেই কপাল খুলে গেছে মৌসুমে ১২ গোল ও ১৫ অ্যাসিস্ট করা এই ডিফেন্সিভ মিডফিল্ডারের।
রদ্রির পরেই তালিকার দুইয়ে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। ব্রাজিলের হয়ে কোপা আমেরিকা জিততে না পারলেও ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগাসহ মোট ৩ টি শিরোপা জিতেছেন এই উইঙ্গার। রিয়ালের আরেক তারকা জুড বেলিংহামও এই ৩ শিরোপা জয়ে বড় ভূমিকা রাখায় তালিকার তিনে জায়গা করে নিয়েছেন।
এরপরই সম্ভাব্য এই তালিকায় পর্যায়ক্রমে স্থান পেয়েছেন দানি কার্ভাহাল, লাউতারো মার্টিনেজ, টনি ক্রুস, কিলিয়ান এমবাপ্পে ও হ্যারি কেইন। ২০২৪ সালের ব্যালন ডি’অর পুরস্কারটি প্রদান করা হবে চলতি বছরের ২৮ অক্টোবর।
ক্রিফোস্পোর্টস/১৭জুলাই২৪/এমএস