Connect with us
অন্যান্য

বঙ্গবন্ধু আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপ : বাংলাদেশের শিরোপা জয়

david warnar
বাংলাদেশ ভলিবল টিম। ছবি- গুগল

বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন অনূর্ধ্ব-২৩ আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপে শিরোপা জয় করেছে স্বাগতিক বাংলাদেশ। তুমুল প্রতিদ্বন্দ্বিতা, হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শ্বাসরুদ্ধকর ফাইনাল ম্যাচে শেষ হাসি হাসল বাংলাদেশ।

সোমবার রাজধানীর মিরপুর ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ফাইনাল ম্যাচ। এদিন শুরুতে পিছিয়ে পড়েও বাংলাদেশ ৩-২ সেটে কিরগিজস্তানকে হারায়।

এদিকে প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টের শিরোপা ঘরেই রাখল বাংলাদেশ।

এদিন প্রথম সেটে ২৫-১৮ পয়েন্টে জয় পায় বাংলাদেশ। দ্বিতীয় সেটে ২৫-১৫ পয়েন্টে ও তৃতীয় সেটে ২৫-২২ পয়েন্টে টানা দুই সেট হেরে যায় স্বাগতিকরা। পরে চতুর্থ সেটেই ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশ ২৫-১৯ পয়েন্টে ম্যাচ জিতে। আর পঞ্চম ও শেষ সেট ১৮-১৬ পয়েন্টে জিতে শিরোপা নিজেদের করে নেয়।

ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন শেখ ইসমাইল হোসেন। সেরা সেটার আল আমিন, সেরা লিবারু মো. শাওন আলী (বাংলাদেশ), টুর্নামেন্ট সেরা জিয়ানবেক উলু (কিরগিজস্তান)। খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন সেনাপ্রধান ও অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। আসরে অংশ নেওয়া অন্য দুই দল হলো নেপাল ও শ্রীলংকা।

আরও পড়ুন : প্লেয়ার্স বায়োগ্রাফি: সাকিব আল হাসান

ক্রিফোস্পোর্টস/২৬ডিসেম্বর২২/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in অন্যান্য