![Bangabandhu National Stadium Bangladesh](https://www.crifosports.com/wp-content/webp-express/webp-images/uploads/2025/02/Bangabandhu-National-Stadium-Bangladesh.jpg.webp)
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে পতিত হয় দীর্ঘ দেড় দশকের শাসন ব্যবস্থার। তারপর থেকেই নতুন উদ্যমে এগিয়ে চলার চেষ্টা করছে দেশ। পরিবর্তন আসতে শুরু করে দেশের প্রায় সকল সেক্টরে। পাশাপাশি বদল দেখা যায় বিগত আওয়ামী সরকারের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন স্থাপনা ও অবকাঠামোর নাম। এবার সেই তালিকায় যুক্ত হলো দেশের জাতীয় ক্রীড়া স্টেডিয়াম।
পল্টনস্থ বাংলাদেশের এই জাতীয় ক্রীড়া স্টেডিয়াম এতদিন পরিচিত ছিল ‘বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম’ নামে। এবার সেখান থেকে বাদ পড়ল বঙ্গবন্ধুর নাম। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) যা পরিবর্তন করে রেখেছে ‘জাতীয় স্টেডিয়াম, ঢাকা’। এখন থেকে এই নামেই পরিচিতি পাবে দেশের অন্যতম এই ফুটবল স্টেডিয়াম।
আরও পড়ুন:
» রিকি পন্টিংয়ের মন্তব্যের জবাবে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ফাহিম
» বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদে কাজ করতে চান মুশতাক
আজ শনিবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম, এনডিসি স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। এর আগে, দেশের বিভিন্ন ক্রীড়া স্থাপনার নাম পরিবর্তনের অংশ হিসেবে ১৫০টি উপজেলা স্টেডিয়ামের নামও পরিবর্তন করা হয়।
পল্টনের এই স্টেডিয়ামে স্বাধীনতার আগে থেকেই আয়োজন করা হয় বিভিন্ন খেলাধুলার। পাকিস্তান আমলে এটি ঢাকা স্টেডিয়াম নামে পরিচিত ছিল, যেখানে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল টেস্ট ম্যাচ খেলেছে। স্বাধীনতার পর আওয়ামী লীগ সরকারের সময়ে স্টেডিয়ামের নাম পরিবর্তন করে রাখা হয় ‘বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম’।
এবার আরো একবার বদল এলো স্টেডিয়ামটির নামে। বিষয়টি আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে জানানো হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকেও।
ক্রিফোস্পোর্টস/১৫ফেব্রুয়ারি২৫/এফএএস
![](https://www.crifosports.com/wp-content/webp-express/webp-images/uploads/2023/04/Crifosports-logo-2.png.webp)