Connect with us
ক্রিকেট

টানা দুই জয়ের পর হারের মুখ দেখলেন সাকিবরা

Bangla Tigers faces defeat after two consecutive wins
আজমান বোল্টসের বিপক্ষে হেরেছেন সাকিব-রশিদরা। ছবি- সংগৃহীত

আবুধাবি টি-টেন লিগে টানা দুই জয়ের পর হারের মুখ দেখল সাকিব আল হাসানের বাংলা টাইগার্স। বুধবার (২৭ নভেম্বর) আজমান বোল্টসের বিপক্ষে ৩১ রানে হেরেছে দলটি। তবে এদিন ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন সাকিব।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে শুরুতে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক সাকিব। প্রথম ব্যাট করে নির্ধারিত ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ১৩৩ রান সংগ্রহ করে আজমান বোল্টস।

দলের পক্ষে সর্বোচ্চ ৭০ রান করেন ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলস। ৩০ বলে ৬টি চার ও ৬টি ছক্কার মারে ইনিংসটি সাজান এই তারকা। এছাড়া শেবন ড্যানিয়েল ১৮ বলে ২৭ এবং জিমি নিশাম ১৩ বলে ২০ রান করেন।

বাংলা টাইগার্সের হয়ে একমাত্র উইকেটটি নেন সাকিব। রান দেওয়ার দিক থেকেও বেশ কৃপণ ছিলেন এই তারকা। দলের বোলারদের মধ্যে সবচেয়ে কম ইকোনমিতে ২ ওভারে ১৭ রান দিয়েছেন তিনি।

আরও পড়ুন:

» ফিটনেস পরীক্ষায় পাস তামিম, ফিরছেন মাঠে

» আইসিসি থেকে বড় সুখবর পেলেন তাসকিন-জাকের 

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ভুগেছে বাংলা টাইগার্স। এদিন টপ অর্ডারের ব্যাটারদের মধ্যে একমাত্র হজরতউল্লাহ জাজাই দুই সংখ্যার রান ছুঁইয়েছেন। ৯ বলে ১৭ রান করে ফিরে গেছেন এই আফগান ওপেনার। তবে মোহাম্মদ শেহজাদ ৬, দাসুন শানাকা ১ এবং লিয়াম লিভিংস্টোন মাত্র ৬ রান করে ফিরে গেছেন।

পরবর্তীতে ইফতিখার আহমেদ ৮ বলে ২১ করেন এবং সাকিব ১৯ বলে ২৯ রান করে অপরাজিত ছিলেন। তবে তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০২ রান তুলতে সক্ষম হয় দলটি।আজমানের হয়ে মোহাম্মদ মোহসিন ২টি এবং তিনজন বোলার ১টি করে উইকেটের দেখা পেয়েছেন।

এই হারে ৫ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সাতে অবস্থান করছে বাংলা টাইগার্স। আগামীকাল নিজেদের ষষ্ঠ ম্যাচে ডেক্কান গ্যালাডিয়েটর্সের মুখোমুখি হবেন সাকিবরা।

সংক্ষিপ্ত স্কোর:

আজমান বোল্টর: ১৩৩/১ (১০ ওভার)

বাংলা টাইগার্স: ১০২/৬ (১০ ওভার)

ফলাফল: আজমান বোল্টস ৩১ রানে জয়ী

ক্রিফোস্পোর্টস/২৭নভেম্বর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট