বিশ্বকাপে তিন ম্যাচ খেলে একটি জয় ও দুটি হারে পয়েন্ট টেবিলের বেশ তলানীতে রয়েছে বাংলাদেশ। যদিও অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা এখনো একটি ম্যাচও জেতেনি। কিন্তু ওদের চেয়ে বাংলাদেশের দুর্বলতা বেশিই প্রকাশ পেয়েছে। গ্রুপপর্বের ৯টি ম্যাচের মধ্যে এখনো ৬টি বাকি আছে।
এর আগে সমীকরণ একটু জেনে নেওয়া দরকার। আসলে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের কাছে বড় ব্যবধানে হেরে বিশ্বকাপে সেমিফাইনালে যাওয়ার লক্ষ্য বাংলাদেশের জন্য রীতিমতো কঠিন হয়ে পড়েছে। কাগজে-কলমে শেষ চারে পৌঁছনো এখনো অসম্ভব নয়, কিন্তু তার জন্য বাংলাদেশকে প্রায় দু-তিনটে বড় মাপের অঘটন ঘটাতেই হবে।
বাকি ৬টা ম্যাচে বাংলাদেশ পর পর খেলবে ভারত, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস, পাকিস্তান, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ছটি ম্যাচের চারটায় জিতলে সেমিফাইনালে যাওয়ার পথ তৈরি হবে। কিন্তু বাকি ৬টা ম্যাচের মধ্যে তিন-চারটেয় জেতা শুধু কঠিন নয় – খুব কঠিন!
নেদারল্যান্ডস ম্যাচটা সহজেও জেতা যায়, তারপরও বাকি পাঁচটা ম্যাচে অন্তত তিনটে শক্ত প্রতিপক্ষকে হারাতেই হবে বাংলাদেশকে। সর্বশেষ সাংবাদিক সম্মেলনে এসে নাজমুল হোসেন শান্তও স্বীকার করে নিলেন, সামনের রাস্তা ক্রমশ দুর্গম হয়ে উঠছে। এখন এটা করতে চাই, ওটা করতে চাই ওসব বলে কী লাভ? আগে আমাদের ভাল খেলতে হবে, কামব্যাক করতে হবে!
ভারত ও পাকিস্তান আছে দুর্দান্ত ফর্মে। ইংল্যান্ডও দেখাচ্ছে দাপট। দক্ষিণ আফ্রিকা যেন নিজেদের সমস্ত শক্তি নিয়েই খেলছে এবারের বিশ্বকাপ। অস্ট্রেলিয়া এখন আহত ও ক্ষুধার্থ বাঘ। শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসকে নিয়ে আশার আলো দেখছে অনেকেই। কিন্তু বাকি চার ম্যাচের অন্তত দুটিতে জয় নিয়ে চমক দেখাতে পারলে তবেই শেষ চারের স্বপ্ন পূরণ হতে পারে।
আরও পড়ুন: বাংলাদেশের সামনে ভারত চাপে থাকবে: সুজন
ক্রিফোস্পোর্টস/১৬অক্টোবর২৩/এজে