Connect with us
ক্রিকেট

পাকিস্তান শাহিনসের বিপক্ষে ড্র করল মুশফিকরা

Bangladesh A drew against Pakistan Shaheens
প্রথম আনঅফিশিয়াল টেস্টে ড্র করেছে বাংলাদেশ ‘এ’ দল। ছবি- সংগৃহীত

দুটি চারদিনের টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে জাতীয় দলের তিনদিন আগেই পাকিস্তান সফর করেছে বাংলাদেশ ‘এ’ দল। গত ১৩ আগস্ট পাকিস্তান শাহিনসের মুখোমুখি হয়েছে এনামুল হক বিজয়ের দল। প্রথম ও দ্বিতীয় দিনের খেলার পর বৃষ্টিতে ভেস্তে যায় তৃতীয় দিনের খেলা। আজ শুক্রবার (১৬ আগস্ট) চতুর্থ দিনের খেলা শেষে ড্র হয়েছে ম্যাচটি।

বিজয়দের সঙ্গে পাকিস্তান সফর করেছিলেন জাতীয় দলের দুই সিনিয়র ব্যাটার মুশফিকুর রহিম ও মুমিনুল হক। জাতীয় দলের আসন্ন টেস্ট সিরিজের আগে নিজেদের ভালোভাবে প্রস্তুত করার জন্য প্রথম আনঅফিশিয়াল টেস্টে অংশ নিয়েছেন তারা। তবে দলের পক্ষে আলো ছড়াতে পারেননি এই দুই ব্যাটার।

প্রথম দিন আগে ব্যাট করে ১২২ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৬৫ রান এসেছে মাহমুদুল হাসান জয়ের ব্যাট থেকে। এছাড়া মুশফিকুর রহিম ১৪ রান এবং মুমিনুল হক ১১ রান করেন। শাহিনসের পক্ষে নাসিম শাহ ও মীর হামজা ৩টি করে এবং মোহাম্মদ রমিজ জুনিয়র ২টি উইকেট শিকার করেছেন।

প্রথম ইনিংসে ব্যাটারদের ব্যর্থতার পর ব্যর্থ হয় বোলাররাও। যার ফলে বাংলাদেশের সামনে রানের পাহাড় দাড় করায় পাকিস্তান শাহিনস। দ্বিতীয় দিন শেষে ৪ উইকেটে ৩৬৭ রান সংগ্রহ করে স্বাগতিকরা। এতে লিড দাঁড়ায় ২৪৫ রানে।

আরও পড়ুন:

» পাকিস্তান সিরিজের ধারাভাষ্য প্যানেলে আছেন যে বাংলাদেশি

» অনুশীলনের সুযোগ-সুবিধায় মুগ্ধ হয়ে পিসিবির প্রশংসায় শরিফুল 

শাহিনসের হয়ে সর্বোচ্চ ১৭৭ রান এসেছে উমর আমিনের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ৭৬ রান করেন অধিনায়ক সৌদ শাকিল। এছাড়া মোহাম্মদ হুরায়রা করেছেন ৩৯ রান। বাংলাদেশের হয়ে হাসান মুরাদ ২টি এবং তানজিম হাসান সাকিব ও নাঈম হাসান ১টি করে উইকেট শিকার করেছেন।

তৃতীয় দিনে বাগড়া দেয় বৃষ্টি। এর ফলে মাঠে গড়ায়নি কোনো বল। তবে তৃতীয় দিনের খেলা মাঠে গড়ালে ব্যাকফুটে থাকা বাংলাদেশের হারের সম্ভাবনাই বেশি ছিল।

চতুর্থ দিনে দ্বিতীয় বারের মতো ব্যাটিংয়ে নামে বাংলাদেশ ‘এ’ দল। তবে আলোকস্বল্পতার কারণে এদিন ৪০ ওভারের আগেই শেষ হয় ম্যাচ। ৩৯.২ ওভার খেলে ৫ উইকেট হারিয়ে ১৫৩ রান তুলতে সক্ষম হয় বিজয়-জাকিররা।

দলের হয়ে সর্বোচ্চ ৫৫ রান করেছেন স্পিনার নাঈম হাসান। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান এসেছে জাকির হাসানের ব্যাট থেকে। তবে এদিনও ব্যর্থ হয়েছেন এনামুল-মুমিনুলরা। তবে মুশফিক ও জয় ব্যাটিংয়ে নামেননি। পাকিস্তানের হয়ে দুটি করে উইকেট শিকার করেছেন মীর হামজা ও মোহাম্মদ আলি।

ক্রিফোস্পোর্টস/১৬আগস্ট২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট