Connect with us
ক্রিকেট

চমক রেখে বাংলাদেশ ‘এ’ দলের নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা

Bangladesh 'A' team announces for New Zealand series
এ দলে খেলবেন মুস্তাফিজ-সোহানরা। ছবি- সংগৃহীত

দুটি চারদিনের টেস্ট ম্যাচ ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে গত বছরের সেপ্টেম্বরে বাংলাদেশে আসার কথা ছিল নিউজিল্যান্ড ‘এ’ দলের। তবে সে সময় দেশের পরিস্থিতি বিবেচনা করে সিরিজটি স্থগিত করা হয়েছিল। তবে আগামী মাসের শুরুতেই নতুন করে মাঠে গড়াবে এই সিরিজ।

এই সিরিজকে সামনে রেখে আজ (শনিবার) প্রথম দুই ওয়ানডের জন্য বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটারকে রাখা হয়েছে।

এই দলের টপ অর্ডার ব্যাটারদের তালিকায় আছেন পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, সাইফ হাসান, এনামুল হক বিজয়ের মতো ব্যাটাররা। তারা সকলেই ব্যাট হাতে দারুণ সময় পার করছেন। মিডল অর্ডারে দায়িত্ব সামলাবেন মাহিদুল ইসলাম অঙ্কন, ইয়াসির আলি, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান সোহানরা। সবমিলিয়ে বেশ শক্তিশালী ব্যাটিং লাইনআপ রাখা হয়েছে এই সিরিজে।

আরও পড়ুন:

» ব্যাটিংয়ে রান না পেলেও সতীর্থদের পাশে পাচ্ছেন মুশফিক

» জানা গেল বিসিবির ২৪০ কোটি টাকা ট্রান্সফারের কারণ! 

তবে বোলিংয়ে রাখা হয়েছে বড় চমক। তিন স্পিন বিভাগে নাইম হাসান, তানভীর ইসলামদের সঙ্গে রাখা হয়েছে নাসুম আহমেদকে। তাছাড়া পেস বিভাগে রেজাউর রহমান রাজা, এবাদত হোসেনদের সঙ্গে শরীফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমানকেও দলে ডাকা হয়েছে।

এই সিরিজ খেলতে আগামী ১ মে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড ‘এ’ দল। এরপর ৫ মে মাঠে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে। সিরিজের বাকি দুই ওয়ানডে যথাক্রমে ৭ ও ১০ মে অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ সিলেটে অনুষ্ঠিত হবে।

এরপর ১৪ মে থেকে সিলেটে শুরু হবে প্রথম চারদিনের ম্যাচ। এই ম্যাচ শেষে ঢাকায় পাড়ি জমাবে বাংলাদেশ। এরপর ২১ মে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সিরিজের শেষ টেস্ট ম্যাচটি মাঠে গড়াবে।

বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াড : এনামুল হক বিজয়, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, সাইফ হাসান, মাহিদুল ইসলাম অঙ্কন, ইয়াসির আলি, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, নাইম হাসান, নাসুম আহমেদ, তানভীর ইসলাম, রেজাউর রহমান রাজা, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান।

ক্রিফোস্পোর্টস/২৬এপ্রিল২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট