সংযুক্ত আরব আমিরাতে আগামীকাল (২৯ নভেম্বর) অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের একাদশ আসরের পর্দা উঠবে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। যেখানে যুবা টাইগারদের প্রতিপক্ষ আফগানিস্তান।
এশিয়া কাপের এবারের আসরেও দুই গ্রুপে ভাগ হয়ে মোট ৮টি দল অংশগ্রহণ করবে। যেখানে ‘বি’ গ্রুপ থেকে অংশ নিচ্ছে বাংলাদেশ। এই গ্রুপে আফগানিস্তান ছাড়া প্রতিপক্ষ হিসেবে রয়েছে শ্রীলঙ্কা ও নেপাল।
অন্যদিকে ‘এ’ গ্রুপে দেখা যাবে বহুল আলোচিত ভারত-পাকিস্তান দ্বৈরথ। এছাড়া স্বাগতিক আরব আমিরাত এবং জাপানও এই গ্রুপ থেকে অংশ নিচ্ছে।
এই টুর্নামেন্টে সবশেষ ২০১৬ সালে পঞ্চম আসরে আফগান যুবাদের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সে আসরে মুজিবউর রহমান-নবিন উল হকদের হারিয়ে জয় তুলে নিয়েছিল সাইফ-আফিফরা। ২০১৮ সালেও অষ্টম আসরের সেমিফাইনালে মুখোমুখি হওয়ার কথা ছিল দুই দলের। তবে বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয় এবং গ্রুপ পর্বে বেশি জয় থাকার কারণে ফাইনালে পা রাখে যুবা টাইগাররা।
আরও পড়ুন:
» টি-টেন ম্যাচে ‘টেস্ট’ খেললেন সাকিব, হারলো দল
» এনসিএল টি-২০ : মিরপুরকে বাদ দিয়ে ভেন্যু নির্ধারণ
» অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ২০২৪ : একনজরে ম্যাচের সময়সূচি
আগামীকাল উদ্বোধনী ম্যাচ দিয়ে দীর্ঘদিন পর এই টুর্নামেন্টে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ-আফগানিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু হবে ম্যাচটি।
ম্যাচটি সরাসরি দেখবেন যেভাবে:
বাংলাদেশ ও আফগানিস্তান যুবাদের মধ্যকার ম্যাচটি এশিয়ান ক্রিকেট কাউন্সিল বা এসিসির ইউটিউব চ্যানেল ‘এশিয়ান ক্রিকেট কাউন্সিল (Asian Cricket Council)’— এ সরাসরি দেখা যাবে।
উল্লেখ্য, এর আগে ২০২৩ আসরও আরব আমিরাতের মাটিতে বসেছিল। সেই আসরে গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। সেমিফাইনালে শক্তিশালী ভারতকে হারিয়ে ফাইনালে পা রেখেছিল মাহফুজুর রহমান রাব্বির দল। এরপর ফাইনালে স্বাগতিক আরব আমিরাতকে হারিয়ে প্রথমবারের মতো যুব এশিয়া কাপ জয়ের স্বাদ পায় বাংলাদেশ।
ক্রিফোস্পোর্টস/২৮নভেম্বর২৪/বিটি