বাংলাদেশ আফগানিস্তান ক্রিকেটের মতোই ফুটবলেও মাঠে উত্তাপের কোনো কমতি থাকে না। বাংলাদেশের সাথে দুটি প্রীতি ম্যাচ খেলতে ইতোমধ্যেই দেশে এসেছে আফগান ফুটবল দল।
কবে ম্যাচ দুটো অনুষ্ঠিত হবে সে খবর পুরোনো। আগামী ৪ এবং ৭ সেপ্টেম্বর ফিফা উইন্ডোতে আফগানিস্তানের বিপক্ষে দুটি ‘ফিফা টায়ার-১’ আন্তর্জাতিক ম্যাচ খেলবে বাংলাদেশ।
এবার বাফুফে জানিয়েছে, ঢাকায় বসুন্ধরা কিংস এ্যারিনাতে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। এর মাধ্যমে প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচ মাঠে গড়াবে এই স্টেডিয়ামটিতে। এর আগে আফগান দল কিংস অ্যারেনাতেই অনুশীলন করবে।
বাংলাদেশ দলের কোচ হাভিয়ের কাবরেরা ৩২ জনের স্কোয়াড ঘোষণা করে ইতিমধ্যে বসুন্ধরায় অনুশীলনও শুরু করে দিয়েছেন। তবে, অনুশীলন শুরু হলেও এখনো সব খেলোয়াড়কে ক্যাম্পে পাননি স্প্যানিশ কোচ।
গতকাল বসুন্ধরার ১১ ফুটবলার যোগ দিলেও বাকি রয়েছেন আর্জেন্টিনাতে আজ অভিষেক হতে যাওয়া বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।
এবারের ক্যাম্পে নতুন মুখ হিসেবে শেখ রাসেল ক্রীড়া চক্রের ফরোয়ার্ড দীপক রায় ও উত্তরা এফসির ফরোয়ার্ড সারোয়ার জামান নিপু সুযোগ পেয়েছেন।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানায়, জামাল ভূঁইয়াদের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলতে ঢাকায় এসেছে আফগান ফুটবল দল। গতকাল রাত ১১টা ৩০ মিনিটে আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছিয়েছে তাঁরা।
আরও পড়ুন : এশিয়া কাপ: দলের সঙ্গে যেতে পারলেন না লিটন ও তানজিম সাকিব
ক্রিফোস্পোর্টস/২৭আগস্ট২৩/এমএইচ