Connect with us
ক্রিকেট

বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজ শুরু কাল

বাংলাদেশ বনাম আফগানিস্তান। ছবি- গুগল

ঈদের আগে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ইতিহাসের সর্বোচ্চ ৫৪৬ রানে জয় পেয়েছে বাংলাদেশ। ঈদের পর পূর্ব নির্ধারিত সফর সূচি অনুযায়ী এবার রঙিন জার্সি গায়ে লড়াইয়ে মাঠে নামছে দুদল। বুধবার (৫ জুলাই) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর ২টায় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে। ম্যাচটি টেলিভিশনে সরাসরি দেখাবে টি-স্পোর্টস।

এদিকে সর্বশেষ ক্রিকেটের দীর্ঘ ভার্সনে টাইগার বোলারদের সামনে নাস্তানাবুদ আফগানরা এবার একদিনের ক্রিকেটে বেশ আত্মবিশ্বাসী। সোমবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন দলটির অধিনায়ক হাশমতুল্লাহ।

এছাড়া ঢাকা টেস্টে বিশ্রামে থাকা আফগান স্পিন জাদুকর রশিদ খানকে ওয়ানডে সিরিজে দলে পেয়ে তারা আরও আত্মবিশ্বাসী। আফগান কাপ্তান হাশমতুল্লাহ শাহিদি বলেন, একাদশে যখন রশিদের মতো ক্রিকেটার থাকেন, অধিনায়ক হিসেবে এটি অনেক বেশি আত্মবিশ্বাস তৈরি করে। নিঃসন্দেহে রশিদ খান আসায় আমাদের শক্তি বেড়েছে।

তবে এক দিনের ক্রিকেটে বাংলাদেশ ভীষণ শক্তিশালী বলেও স্বীকার করেন হাশমতুল্লাহ।

অপরদিকে সোমবার চট্টগ্রামের মাটিতে অনুশীলন করছে টিম বাংলাদেশ। টাইগার অধিনায়ক তামিম ইকবাল ইনজুরি কাটিয়ে এ সিরিজে ফিরবেন এমনটাই আশা প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের। তবে এ বিষয়ে সরাসরি কোনো উত্তর দেননি প্রধান কোচ।

তবে তামিম ফিরতে না পারলে অধিনায়ক কে নেবেন, এমন প্রশ্নে হাথুরু জানান, এটা নির্বাচকদের সিদ্ধান্ত। তবে দলে এখন অনেকেই আছেন জানিয়ে লিটন-সাকিবের উদাহরণ টানেন তিনি।

সিরিজের দ্বিতীয় ওয়ানডে ৮ জুলাই, তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ১১ জুলাই। চট্টগ্রামের মাটিতে দুপুর ২টায় বাকি ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে।

আরও পুড়ুন: আতিথেয়তায় মুগ্ধ মার্টিনেজ বলে গেলেন আবার আসবো

ক্রিফোস্পোর্টস/৪জুলাই২৩/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট