Connect with us
ক্রিকেট

১০০ রানের আগে উইকেট না হারিয়েও ১৪৩ রানে অলআউট বাংলাদেশ

Bangladesh all out for 143 runs without losing a wicket before 100 runs
মিরপুরে উইকেট হারানোর মিছিলে নেমেছে বাংলাদেশ। ছবি- সংগৃহীত

জিম্বাবুয়ের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে আজ (শুক্রবার) মুখোমুখি হয়েছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের শুরুতে ব্যাট করে ১৪৩ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। দলীয় শতরান তুলতে কোনো উইকেট না হারালেও পরবর্তীতে আরো ৪৩ রান যোগ করতেই ১০ উইকেট হারায় টাইগাররা।

এদিন ব্যাট করতে নেমে ওপেনার তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকারের কল্যাণে দারুণ শুরু পায় বাংলাদেশ। ইনজুরি কাটিয়ে দলে ফেরা সৌম্য একপাশে দেখেশুনে রান তুললেও, অপরপ্রান্তে ঝোড়ো মেজাজে খেলতে থাকেন তামিম।

ইনিংসের ১১ ওভারেই দলীয় শতরান তুলে নেয় এই জুটি। তবে ১০১ রানের মাথায় বাংলাদেশের প্রথম উইকেটের পতন ঘটে। ৩৭ বলে ৫২ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে আউট হয়ে যান তামিম। তামিম ফিরে যাওয়ার পরেই ওভারেই ফিরে যান সৌম্য সরকার। আউট হওয়ার আগে ৩৪ বলে ৪১ রান করেন তিনি।

দুই ওপেনার ফিরে গেলেই বাধে আসল বিপত্তি। এরপরই উইকেট হারানোর মিছিলে যোগ দেয় বাংলাদেশ। একে একে উইকেটে দিয়ে ফিরে যান সাকিব-হৃদয়-শান্তরা। শেষ পর্যন্ত ১৯.৫ ওভার খেলে ১৪৩ রানে গুটিয়ে যায় টাইগাররা।

জিম্বাবুয়ের হয়ে লুক জঙ্গুই ৩টি এবং রিচার্ড এনগারাবা ও ব্রায়ান বেনেট ২টি করে উইকেট শিকার করেছেন।

আরও পড়ুন: ৩ পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ, দলে ফিরলেন যারা

ক্রিফোস্পোর্টস/১০মে২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট