তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া নারী দলের কাছে ১০ উইকেটে হারতে হয়েছিল নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশকে। এবার দ্বিতীয় ম্যাচে ৫৮ রানে হারিয়ে টাইগ্রেসদের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করল অজি নারীরা। টানা দুই জয়ে তিন ম্যাচ সিরিজে ২-০ তে এগিয়ে সফরকারীরা।
আজ (মঙ্গলবার) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের শুরুতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলি। কিন্তু নিজে ওপেনার হলেও এই উইকেটরক্ষক ব্যাটার আজ ব্যাট করতেই নামেননি। তার বদলে উদ্বোধনীতে নামেন গ্রেস হ্যারিস ও ফিবি লিচফিল্ড। তবে লিচফিল্ড ইনিংসের তৃতীয় ওভারেই মাত্র ২ রান করে আউট হয়ে গেলে অজিদের হাল ধরেন জর্জিয়া ওয়্যারহ্যাম ও গ্রেস হ্যারিস।
এই দু’জনের ঝোড়ো ব্যাটিংয়ে ৯ ওভারে ৯১ রান তোলে অস্ট্রেলিয়া। এই দু’জনের তাণ্ডবলীলা থামান নাহিদা আক্তার ইনিংসের ১২ তম ওভারে ওয়্যারহ্যামকে সাজ ঘরে ফিরিয়ে। ৩০ বলে ৫৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন এই নারী ক্রিকেটার। পরের ওভারে ফাহিমা খাতুনের শিকার হন ৩৪ বলে ৪৭ রান করা গ্রেস হ্যারিস।
দুই বোলারের জোড়া আঘাতে সফরকারীদোর ইনিংসের গতি কিছুটা স্তিমিত হলেও মাঝে টাহলিয়া ম্যাকগ্রার ১৯ রান ও শেষ দিকে এলিসা পেরির ২২ বলে ২৯ রানের ভর করে ৮ উইকেটে ১৬১ রানের রেকর্ড ইনিংস গড়ে অস্ট্রেলিয়া। ইনিংসে টাইগ্রেস বোলারদের সাফল্য বলতে শেষ ওভারে ক্যারিয়ারে দ্বিতীয় বারের মত হ্যাটট্রিক তুলে নেন ফারিহা ইসলাম তৃষ্ণা।
এই ইনিংসের মাধ্যমে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মেয়েদের টি-টোয়েন্টি ম্যাচে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ডটি নতুন করে গড়লো অ্যালিসা হিলির দল। এর আগের রেকর্ডটিও ছিল অজিদের দখলেই। ২০১৪ বিশ্বকাপে ১৪০ রানের ইনিংস খেলে এই কীর্তিটি নিজেদের করে নিয়েছিল তারা।
রেকর্ড গড়ে ম্যাচ জেতার মিশনে নেমে স্বাগতিকদের শুরুটাও ভালোই হয়েছিল। প্রথম ৪.১ ওভারেই ৩৪ রান তুলে ফেলে দিলারা আক্তার-মুর্শিদা খাতুন জুটি। তবে ১২ বলে ৮ করে মুর্শিদা আউট হওয়ার পর থেকেই একে একে সাজঘরে যাওয়ার মিছিলে নামে টাইগ্রেস ব্যাটাররা। ৩৪ থেকে ৪৮ রান তুলতেই ৯.৫ ওভারে ৪ উইকেট হারায় বাংলাদেশ।
পরবর্তীতে ফাহিমা খাতুনের ১৫ রান, স্বর্ণা আক্তারের ২১ এবং রাবেয়া খাতুনের অপরাজিত ১৪ রানের সুবাদে দলীয় একশো রান পেরোয় স্বাগতিকেরা। শেষমেষ ২০ ওভার শেষে ৯ উইকেট খুইয়ে ১০৩ রানে থামে টাইগ্রেসদের ইনিংস। স্বাগতিকেরা ম্যাচ হারে ৫৮ রানের বিশাল ব্যবধানে।
এই জয়ে তিন ম্যাচ সিরিজটি ২-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারীরা। ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজে নিজেদের হোয়াইটওয়াশ এড়াতে আগামী পরশু (৪ এপ্রিল) শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
আরও পড়ুন: চট্টগ্রাম টেস্ট জিততে বিশ্বরেকর্ড গড়তে হবে শান্ত-সাকিবদের
ক্রিফোস্পোর্টস/২এপ্রিল২৪/এমএস/এমটি