Connect with us
ক্রিকেট

সেমিতে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান, পরিসংখ্যানে কারা এগিয়ে?

Bangladesh U19 vs Pakistan U19
শুক্রবার যুব এশিয়া কাপের সেমিতে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। ছবি- সংগৃহীত

চলমান অনূর্ধ্ব-১৯ এশিয়া কপের গ্রুপ পর্বের খেলা শেষে সরাসরি সেমিফাইনাল নিশ্চিত করেছে চারটি দল। গ্রুপ ‘এ’ থেকে থেকে চ্যাম্পিয়ন দল হিসেবে পাকিস্তান ও রানারআপ দল হিসেবে ভারত সেমিফাইনালে উঠেছে। আর গ্রুপ ‘বি’ থেকে চ্যাম্পিয়ন দল হিসেবে শ্রীলঙ্কা এবং রানারআপ দল হিসেবে বাংলাদেশ সেমির টিকিট কেটেছে।

আগামীকাল (শুক্রবার) মাঠে গড়াবে সেমিফাইনালের লড়াই। যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু হবে ম্যাচটি।

চলতি টুর্নামেন্ট শুরুটা দুর্দান্ত করেছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৪৫ রানে এবং দ্বিতীয় ম্যাচে নেপালকে ৫ উইকেটে হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তবে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হোঁচট খেয়েছে আজিজুল হাকিম তামিমের দল। সহজে জেতা ম্যাচ কঠিন করে শেষ পর্যন্ত ৭ রানে হেরেছে যুবা টাইগাররা। তবে সবমিলিয়ে এখন পর্যন্ত বেশ ভালো খেলা উপহার দিয়েছে দলটি।

আরও পড়ুন:

» অস্ট্রেলিয়ার হয়ে খেলা ক্রিকেটার ইতালির অধিনায়ক হলেন

» আইসিসির মাসসেরার মনোনয়ন পেলেন বাংলাদেশের সুপ্তা 

অন্যদিকে এবারের টুর্নামেন্টে উড়ছে পাকিস্তান। দুর্দান্ত ছন্দে থাকা এই দলটিকে শিরোপা জয়ের অন্যতম ফেবারিট দল হিসেবেও ধরা যায়। টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত দলটি। নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ৪৩ রানে হারিয়েছে তারা। এরপর স্বাগতিক আরব আমিরাতকে ৬৯ এবং জাপানকে ১৮০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাবর-রিজওয়ানদের উত্তরসূরিরা।

এই টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহক পাকিস্তানের ওপেনার শাহজাইব খান। ৩ ম্যাচে একটি দেড়শোর অধিক রানের ইনিংস এবং একটি সেঞ্চুরিসহ ৩৩৬ রান করেছেন এই উঠতি তারকা। এছাড়া সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন পাকিস্তানের আরেক ক্রিকেটার মোহাম্মদ রিয়াজউল্লাহ। এ ম্যাচে এক সেঞ্চুরি ও এক হাফ-সেঞ্চুরিতে ১৯৯ রান করেছেন এই মিডল ব্যাটার।

অন্যদিকে বাংলাদেশের শীর্ষ রান সংগ্রাহক আজিজুল হাকিম তামিম রয়েছেন তালিকার পাঁচ নম্বরে। ৩ ম্যাচে এক শতক ও এক অর্ধশতকসহ ১৬৩ রান করেছেন এই যুব দলের অধিনায়ক। এছাড়া ১৬১ রান নিয়ে তামিমের পরেই ষষ্ঠ স্থানে আছেন ওপেনার কালাম সিদ্দিকি অ্যালিন।

এদিকে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় শীর্ষে আছেন বাংলাদেশের পেসার মোহাম্মদ আল ফাহাদ। ৩ ম্যাচে ৯টি উইকেট শিকার করেছেন এই তরুণ। আর ফাহাদের পরেই দ্বিতীয় স্থানে আছেন পাকিস্তানের বোলার আবদুল সুবহান। ২ ম্যাচে ৮ উইকেট শিকার করেছেন এই ডানহাতি পেসার।

এবারের আসরে পারফরম্যান্সের দিক থেকে বেশ এগিয়ে পাকিস্তান। তবে মাঠের খেলায় প্রমাণিত হবে কে সেরা। সবমিলিয়ে এক জমজমাট লড়াই দেখার অপেক্ষায় দুই দেশের ক্রিকেট সমর্থকেরা

ক্রিফোস্পোর্টস/৫ডিসেম্বর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট