গতকালই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন শনিবার এশিয়া কাপের দল ঘোষণা হবে। সেই কথা মতো শনিবার (১২ আগস্ট) ঘোষণা হলো আসন্ন এশিয়া কাপের বাংলাদেশ দল। সকাল পৌনে ১০টায় ১৭ সদস্যের দল ঘোষণা করেন প্রধান নির্বাচন মিনহাজুল আবেদীন নান্নু।
চমক দেখানো দলে দেখা গেছে নতুনদের ছড়াছড়ি। তবে নেই অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। সাকিবের অধিনায়কত্বে টুর্নামেন্টে সুযোগ পেয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের তানজিদ হাসান তামিম ও শামীম পাটোয়ারী।
আগে থেকেই নিজেকে গুটিয়ে নেয়ায় নেই তামিম ইকবাল। সুযোগ পাননি সৌম্য সরকার কিংবা এনামুল হক বিজয়ও। এশিয়া কাপ খেলতে আগামী ২৬ আগস্ট শ্রীলঙ্কায় যাবে বাংলাদেশ দল।
এশিয়া কাপের বাংলাদেশের স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মেহেদী মিরাজ, তাসকিন আহমেদ, নাঈম শেখ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, আফিফ হোসেন, এবাদত হোসেন ও শরিফুল ইসলাম।
আগামী ৩০ আগস্ট শুরু হবে এশিয়া কাপ। পাকিস্তান ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে এবারের আসর। ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে এবারের আসরটি হবে ওয়ানডে ফরম্যাটে।
‘বি’ গ্রুপে বাংলাদেশের দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আফগানিস্তান। গ্রুপপর্বে বাংলাদেশ দুটি ম্যাচ খেলবে দুই দেশে—শ্রীলঙ্কার বিপক্ষে ক্যান্ডিতে খেলার পর লাহোরে হবে আফগানিস্তানের সঙ্গে ম্যাচ। ১৭ সেপ্টেম্বর কলম্বোয় ফাইনাল।
আরও পড়ুন: এশিয়া কাপ ও বিশ্বকাপে টাইগারদের অধিনায়ক সাকিব
ক্রিফোস্পোর্টস/১২আগস্ট২৩/এজে