আজ (শুক্রবার) বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বের ম্যাচ খেলতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওয়ানা হবে হাবিয়ের ক্যাবরেরার বাংলাদেশ। আগামী ১৬ নভেম্বর মেলবোর্নের অ্যামি স্টেডিয়ামে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে বাছাই পর্বের প্রথম ম্যাচ খেলতে নামবে জামাল ভূঁইয়ার নেতৃত্বাধীন দলটি।
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচকে সামনে রেখে আগেই ৩০ সদস্যের দল ঘোষণা করেছিল হাভিয়ের ক্যাবরেরা। সেখান থেকেই ৭ জনকে বাদ দিয়ে ২৩ সদস্যের দল নিয়ে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওয়ানা দিচ্ছে বাংলাদেশ।
দলে ঢুকেছেন মদ কান্ডে মালদ্বীপ ম্যাচে দলের বাইরে থাকা ফুটবলার শেখ মোরসালিন।
মদ কান্ডে নিষিদ্ধ হয়ে নিজ ক্লাব বসুন্ধরা কিংস কর্তৃক নিষিদ্ধ হয়েছিলেন। সেজন্য মালদ্বীপের বিপক্ষে ম্যাচেও তাকে স্কোয়াডে রাখেননি বাংলাদেশ ম্যানেজার। মালদ্বীপের বিপক্ষে ম্যাচে দলে ছিলেন মতিন মিয়া। তবে সকারুদের বিপক্ষে ২৩ সদস্যের দল থেকে মতিন মিয়াকে বাদ দিয়ে দলে ফের সুযোগ পেলেন মোরসালিন।
গত ১৭ অক্টোবর মালদ্বীপের বিপক্ষে ম্যাচে লাল কার্ড পেয়ে এক ম্যাচ নিষেধাজ্ঞায় আছেন মিডফিল্ডার সোহেল রানা। এরপরও দলের সাথে স্কোয়াডে তাকে রেখেছেন বাংলাদেশ কোচ। মূলত লেবাননের বিপক্ষে ম্যাচকে মাথায় রেখে তাকে প্রস্তুত রাখতেই দলের সাথে অনুশীলন করাতে তাকে অস্ট্রেলিয়ায় নিয়ে যাচ্ছেন ক্যাবরেরা।
আগের কয়েকটি ম্যাচের মত এ ম্যাচেও তরুণদের উপরই বেশি আস্থা রাখছেন কোচ।
দলকে অনুপ্রেরণা দিতে শুক্রবার প্লেয়ারদের হোটেলে গিয়েছিলেন বাফুফে বস কাজী সালাউদ্দিন। সেখানে সামনের ম্যাচে সকারুদের বিপক্ষে ভালো করলে দলকে বোনাস দেয়ার কথা বলা হয় প্লেয়ারদের পক্ষ থেকে। জবাবে সালাউদ্দিন বলেন,’ তোমরা ভালো খেলতে থাকো। বোনাসের বিষয়টা তো একটি ধারাবাহিক প্রক্রিয়া।’
এর আগে মালদ্বীপকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বে উন্নীত হওয়ায় ফুটবলারদের ৬০ লাখ টাকা বোনাস দেয়ার ঘোষণা দেন বোর্ড সভাপতি। সেই টাকা ফুটবলাররা এখনো পায়নি তবে বাফুফে সূত্রে জানা গেছে, নভেম্বরের মধ্যেই ফুটবলাররা তাদের বোনাসের টাকা পেয়ে যাবে।
আরও পড়ুন: এটাই কি মুশফিক-মাহমুদুল্লাহর শেষ বিশ্বকাপ, কি বললেন হাথুরুসিংহে?
ক্রিফোস্পোর্টস/১০নভেম্বর২৩/এমএস/এমটি