ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ সামনে রেখে নভেম্বরের মাঝামাঝি সময়ে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় পুরুষ ফুটবল দল। দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ সামনে রেখে এবার বাংলাদেশে আসছে মালদ্বীপ। কিংস অ্যারেনায় আগামী ১৩ ও ১৬ নভেম্বর মালদ্বীপকে আতিথ্য দিবে বাংলাদেশ।
আজ (বুধবার) ২৭ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাফুফে। এরপরই ঘোষিত স্কোয়াডের খেলোয়াড়দের নিয়ে শুরু হয়েছে ক্যাম্প। ইতোমধ্যে খেলোয়াড়রাও ক্যাম্পে যোগ দিতে শুরু করেছে। আজ দুইভাগে খেলোয়াড়দের নামাের তালিকা প্রকাশ করা হয়েছে। প্রথমে ১৬ জনের এবং পরবর্তীতে ১১ জনের নামের তালিকা প্রকাশ করেছে বাফুফে।
এদিকে বাংলাদেশ দলের নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়াকে ছাড়াই স্কোয়াড ঘোষণা করেছে বাফুফে। ফলে আসন্ন ম্যাচগুলোতে নতুন অধিনায়কের অধীনে খেলতে হবে বাংলাদেশকে। কিন্ত জামাল ভূঁইয়াকে কেন দল থেকে ছেঁটে ফেলা হয়েছে সেটা নিশ্চিত করেনি বাফুফে কতৃপক্ষ।
সম্প্রতি ফিফা র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের। ১৮৬ নম্বর থেকে ১ ধাপ এগিয়ে উঠে এসেছে ১৮৫ নম্বরে। এছাড়াও আসন্ন প্রীতি ম্যাচে মালদ্বীপকে হারাতে পারলেই সুযোগ থাকছে র্যাঙ্কিংয়ে আরও এগিয়ে যাওয়ার। সুতরাং মালদ্বীপের বিপক্ষে হওয়া ম্যাচগুলোর বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হাবিয়ের কাবরেরার শিষ্যদের সামনে তাই এখন রয়েছে সুবর্ণ সুযোগ র্যাঙ্কিংয়ে উপরে ওঠার। এছাড়াও এই ম্যাচ দুটির ফলাফল আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান কাপ বাছাইয়ের টিকিট পেতে সাহায্য করবে বাংলাদেশকে।
একনজরে বাংলাদেশ দলের ২৭ সদস্যের স্কোয়াড :
গোলকিপার : মিতুল মারমা, সুজন হোসেন, আনিসুর রহমান জিকো, মেহেদী হাসান শ্রাবণ।
ডিফেন্ডার : মুরাদ হাসান, মেহেদী হাসান, শাকিল আহমেদ, রহমত মিয়া, শাকিল হোসাইন, ঈসা ফয়সাল, তাজউদ্দিন, সাদ উদ্দিন, তপু বর্মণ, দিদারুল আলম।
মিডফিল্ডার : মোহাম্মদ হৃদয়, শাহ কাজেম কিরমানি, পাপন সিং, চন্দন রায়, মজিবুর রহমান জনি, সোহেল রানা।
ফরোয়ার্ড : শাহরিয়ার ইমন, আরমান ফয়সাল, মিরাজুল ইসলাম, রাব্বি হোসেন রাহুল, রাকিব হোসেন, শেখ মোরসালিন, ফয়সাল আহমেদ ফাহিম।
আরো পড়ুন : আইপিএল নিলামে বাংলাদেশ থেকে নাম দিয়েছেন যারা
ক্রিফোস্পোর্টস/০৬নভেম্বর২৪/এসআর