Connect with us
ক্রিকেট

বড় লক্ষ্য নিয়ে আজ মাঠে নামার কথা জানাল বাংলাদেশ

Phil Simmons in press conference
সংবাদ সম্মেলনে ফিল সিমন্স। ছবি- আইসিসির ভিডিও থেকে সংগৃহীত

নিজেদের প্রথম ম্যাচে চ্যাম্পিয়ন্স ট্রফি তে পরাজয় দিয়ে শুরু করেছিল বাংলাদেশ। ভারতের কাছে খুব একটা পাত্তা পায়নি টাইগাররা। ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে আজ দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে শান্ত বাহিনী। বাংলাদেশের জন্য এটা বাঁচা মরার লড়াই। কেননা এই ম্যাচে হারলেই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে আনুষ্ঠানিকভাবে ছিটকে যাবে টাইগাররা।

রাওয়ালপিন্ডিতে আজ অনুষ্ঠিত হবে বাংলাদেশের খেলা। সাম্প্রতিক সময়ে যেখানে দেখা গেছে হাই স্কোলিং সব ম্যাচ। টাইগাররাও তাই বড় রান করার লক্ষ্য নিয়েই মাঠে নামবে। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এমন লক্ষ্যের কথা জানিয়েছেন বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স।

তিনি বলেন, ‘বড় রানের মাঠ এটা। লাহোরে গতকাল দেখলেন কত রান হয়েছে। ৩০০ এর বেশি হবে আশা করছি। গত ৫ ম্যাচে আমরা কয়েকবার ৩০০ পার করেছি। ফলে আমাদের সেই সামর্থ্য রয়েছে। গত ম্যাচে শুরুটা ভালো করিনি তাই ২০০ এর ঘরে আটকে গিয়েছি। ভালো শুরু পেলে বড় রান করা সম্ভব।’

আরও পড়ুন:

» সেমিতে এক পা দিয়ে রাখল ভারত, ছিটকে যাবে পাকিস্তান!

» বাংলাদেশের ম্যাচসহ আজকের খেলা (২৪ ফেব্রুয়ারি ২৫)

রান করার পাশাপাশি প্রতিপক্ষকে আটকাতেও মনোযোগী হতে হবে টাইগারদের। এমনটাই মনে করেন ফিল সিমন্স, ‘তবে বড় রান করা সেসব ম্যাচে প্রতিপক্ষ আমাদের চেয়ে ভালো ব্যাট করেছে। আমরা ৩০০ করলে তারা আরও বেশি করেছে। ফলে আমাদের তাদের আটকেও রাখতে হবে। ভালো বল করিনি সেসব ম্যাচে।’

এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে সাম্প্রতিক সময়ে ওয়ানডে পরিসংখ্যান বেশ উজ্জ্বল বাংলাদেশের। তবে অতীতের রেকর্ড না ঘেটে মাঠের ক্রিকেটে ভালো করার কথা জানিয়েছেন টাইগার কোচ। আজ সোমবার বিকেল তিনটায় কিউইদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচে নিউজিল্যান্ড জিতলেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে তাদের।

ক্রিফোস্পোর্টস/২৪ফেব্রুয়ারি২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট