দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টে সুবিধা করতে পারেনি বাংলাদেশ। ঘরের মাঠে ইনিংস ব্যবধানে লজ্জার হার এড়াতে পারলেও, নিজেদের সেরা খেলা উপহার দিতে ব্যর্থ হয়েছে টাইগাররা। ফলে ৭ উইকেটে পরাজয় বরণ করতে হয় নাজমুল হোসেন শান্তদের। এবার দ্বিতীয় টেস্ট খেলতে চট্টগ্রামে পা রাখবে দুই দল।
চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য আজ বৃহস্পতিবার (অক্টোবর) দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দ্বিতীয় টেস্টের দলে এক পরিবর্তন আনা হয়েছে।
প্রথম টেস্টের দলে থাকলেও না খেলেই দ্বিতীয় টেস্ট থেকে বাদ পড়েছেন পেসার তাসকিন আহমেদ। তার পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন পেসার খালেদ আহমেদ।
আরও পড়ুন:
» নিজের শরীরে ক্যামেরা লাগিয়ে মাঠের খেলা দেখাবেন মেসি
» নারী সাফ : সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ যে দল
প্রথম টেস্টের দলে দলেও ছিলেন চার পেসার। প্রথমে সাকিব আল হাসানকে দলে রাখা হলেও পরবর্তীতে তার বদলি হিসেবে দলে নেওয়া হয় তরুণ পেসার হাসান মুরাদকে। প্রথম টেস্টে এক পেসার ও তিন স্পিনার নিয়ে খেলেছিল বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টে দলে পরিবর্তন দেখা যেতে পারে। এক স্পিনার কমিয়ে দুই জুন পেসার দলে রাখার সম্ভাবনা রয়েছে।
আগামী ২৯ অক্টোবর থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে গড়াবে দ্বিতীয় টেস্ট।
বাংলাদেশের দ্বিতীয় টেস্ট দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, জাকের আলি অনিক, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মাহমুদ, নাহিদ রানা, হাসান মুরাদ ও সৈয়দ খালেদ আহমেদ।
ক্রিফোস্পোর্টস/২৪অক্টোবর২৪/বিটি