আগামী বছরের জানুয়ারিতে মাঠে গড়াবে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় আসর। ১৬ দল নিয়ে মালয়েশিয়ার মাটিতে আয়োজিত হবে এই আইসিসি ইভেন্টের দ্বিতীয় আসর। আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আসন্ন এই মেগা টুর্নামেন্টে বাংলাদেশ নারী দলের নেতৃত্বে থাকবেন সুমাইয়া আক্তার। সদ্য সমাপ্ত অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপে তার নেতৃত্বে ফাইনাল খেলেছে বাংলাদেশ। যদিও ফাইনালে ভারতের কাছে স্বপ্নভঙ্গ হয় টাইগ্রেস তরুণীদের। এবার অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপেও তার ওপরই ভরসা রাখছে টিম ম্যানেজম্যান্ট।
সর্বশেষ অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের দল থেকে এই দলে দুটি পরিবর্তন এসেছে। বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন আরভিন তানি ও মাহারুন নেছা। তাদের পরিবর্তে দলে ডাক পেয়েছেন সাদিয়া ইসলাম ও লাকি খাতুন।
আরও পড়ুন:
» এক টেস্টে অভিষেক হলো ৬ ক্রিকেটারের
» চিটাগাং কিংসের অজি কোচ শন টেইটের নজরে নাহিদ রানা
সদ্য সমাপ্ত এশিয়া কাপে ব্যাট হাতে নজর কেড়েছেন ফাহমিদা ছোঁয়া। টি-টোয়েন্টি ফরম্যাটে আয়াজিত এই টুর্নামেন্টে ৪ ইনিংসে টুর্নামেন্টের পঞ্চম সর্বোচ্চ ৮০ রান করেছেন এই ওপেনার। ৪ ইনিংসে ৬৯ রান করে ফাহমিদার পরেই আছেন সাদিয়া আক্তার। এছাড়া মোসাম্মৎ ইভার ব্যাট থেকেও সাদিয়ার সমান ৬৯ রান এসেছে। তবে এক ইনিংস বেশি খেলেছেন তিনি। আসন্ন বিশ্বকাপে এই ব্যাটারদের ওপর আলাদা নজর থাকবে।
এদিকে বল হাতে নজর কেড়েছেন নিশিতা আক্তার নিশি। ৫ ইনিংসে শিকার করেছেন দ্বিতীয় সর্বোচ্চ ৯ উইকেট। পেসার ফারজানা ইয়াসমিন সমান ম্যাচ খেলে শিকার করেছেন ৭ উইকেট। টুর্নামেন্টের পঞ্চম সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন তিনি। এছাড়া হাবিবা ইসলাম পিংকি ও আনিসা আক্তার শোভা সমান ৫টি করে উইকেট নিয়েছেন। আসন্ন বিশ্বকাপে এই বোলারদের ওপর বাড়তি নজর থাকবে,
২০২৫ অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট ১৬টি দল খেলবে। এই দলগুলো ৪ টি গ্রুপে ভাগ হয়ে খেলবে। যেখানে ‘ডি’ গ্রুপে খেলবে বাংলাদেশ। এই গ্রুপে টাইগ্রেস তরুণীদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, নেপাল ও স্কটল্যান্ড।
আগামী বছরের ১৮ জানুয়ারি থেকে মাঠে গড়াবে ২০২৫ অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। এরপর ২ ফেব্রুয়ারি ফাইনালের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা নামবে।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল:
সুমাইয়া আক্তার (অধিনায়ক), ফাহমিদা ছোঁয়া, ফারিয়া আক্তার, আফিয়া আশিমা ইরা, হাবিবা ইসলাম পিংকি, জান্নাতুল ইসলাম মাওয়া, জুয়াইরিয়া ফেরদৌস, মোসাম্মৎ ইভা, লাকি খাতুন, আনিসা আক্তার সোবা, ফারজানা ইয়াসমিন, নিশিতা আক্তার নিশি, সুমাইয়া আক্তার সুবর্ণা, সাদিয়া আক্তার ও সাদিয়া ইসলাম।
ক্রিফোস্পোর্টস/২৬ডিসেম্বর২৪/বিটি