বিশ্বকাপের শুরুটা খুব একটা ভালো হয়নি বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের। উদ্বোধনী ম্যাচেই অপ্রত্যাশিতভাবে হারতে হয়েছে গত বিশ্বকাপের রানার্সআপ নিউজিল্যান্ডের কাছে।
আগামীকাল (মঙ্গলবার) ধর্মশালায় নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড। টাইগারদের বিপক্ষে ম্যাচ জিতে জয়ের ধারায় ফিরতে চায় তারা।
আজ ধর্মশালায় ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এসে ইংলিশ অধিনায়ক জস বাটলার বলেন, বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়েই জয়ের ধারায় ফিরতে চাই আমরা। বাংলাদেশ অবশ্যই ভালো প্রতিপক্ষ, তাদের সঙ্গে আমাদের বেশ কিছু ভালো ম্যাচ হয়েছে আগে। তবে জয়ের ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী।
বাংলাদেশ নিয়ে চিন্তিত কি না এমন প্রশ্নের জবাবে বাটলার বলেন, একদমই না। বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে অনেক ভালো। আমাদের বিপক্ষে খেলা সকল প্রতিপক্ষকেই আমরা সম্মান করি। বিশ্বকাপের মত মঞ্চে কঠিন প্রতিপক্ষের বিপক্ষে খেলতেই হবে।
এই বিশ্বকাপে বাংলাদেশ-ইংল্যান্ড উভয় দলই এখন পর্যন্ত সমান একটি করে ম্যাচ খেলেছে। বাংলাদেশ প্রথম ম্যাচে জয় পেলেও হার দিয়ে শুরু করেছে ওয়ানডে চ্যাম্পিয়নরা। তবে এ নিয়ে খুব একটা চিন্তিত নন বাটলার, প্রথম ম্যাচে হারলেও বাংলাদেশের বিপক্ষে জয় নিয়ে আমরা আশাবাদী। আমাদের ক্রিকেটাররা পরের ম্যাচে ভালো খেলতে মুখিয়ে আছে। পরের ম্যাচ জিততে আমরা আত্মবিশ্বাসী।
অন্য দিকে বাংলাদেশের বিপক্ষে বড় স্কোর করার স্বপ্ন দেখছেন ইংলিশ ব্যাটসম্যান লিয়াম লিভিংস্টোন।
তিনি বলেন, ধর্মশালায় বড় স্কোর করতে আমরা মুখিয়ে আছি। ওখানকার উইকেট এমনই। ধর্মশালার বাউন্ডারিও ছোট। আমাদের ব্যাটসম্যানরাও সেখানে বিশেষ সুবিধা পাবে।
ইংল্যান্ড-বাংলাদেশ আগামীকাল (মঙ্গলবার) ধর্মশালায় নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে বাংলাদেশ সময় বেলা ১১টায় মুখোমুখি হবে।
আরও পড়ুন: কোহলির রেকর্ডের পালকে নতুন মুকুট
ক্রিফোস্পোর্টস/৯অক্টোবর২৩/এমএস/এসএ