Connect with us
অন্যান্য

মালয়েশিয়ায় স্বর্ণপদক জিতলেন বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাথলেট

Al-Amin won gold in Malaysia
৩ হাজার মিটার স্টিপল চেজ ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন আল আমিন। ছবি- সংগৃহীত

মালয়েশিয়া ওপেন অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশীপে ৩ হাজার মিটার স্টিপল চেজ ইভেন্টে বাংলাদেশের হয়ে স্বর্ণপদক জিতেছেন সেনাবাহিনীর অ্যাথলেট আল আমিন। এই টুর্নামেন্টে এটি বাংলাদেশের প্রথম স্বর্ণপদক। একদিন আগেই হাই জাম্পে রৌপ্য পদক জিতেছেন রিতু আক্তার।

শনিবার (১৫ জুন) ৩ হাজার মিটার স্টিপুল চেজ ইভেন্টে অংশ নেন আল আমিন। দৌড়ে শেষের দিকে কিছুটা পিছিয়ে পড়লেও শেষ মুহুর্তে গতি বাড়িয়ে প্রথম স্থান অধিকার করেন তিনি। ৯ মিনিট ৩২:৩৯ সেকেন্ড সময় নিয়ে ৩ হাজার মিটার দূরত্ব অতিক্রম করেছেন এই সেনাবাহিনীর অ্যাথলেট।

বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের তথ্যমতে, আজ স্বর্ণ ছাড়াও আরো দু’টি পদক জয় করেছে বাংলাদেশের অ্যাথলেটরা। হ্যামার থ্রোতে ৫০.২৮ মিটার দূরত্ব অতিক্রম করে রৌপ্য পদক জিতেছেন গৌরাঙ্গ রায়, যা এই ইভেন্টে দেশের বাহিরে বাংলাদেশের প্রথম অর্জন। এছাড়া সৌরভ মিয়া পোলভল্ট ইভেন্টে ৪.৪০ মিটার লাফিয়ে ব্রোঞ্জ পদক জিতেছেন।

আরও পড়ুন:

» থাইল্যান্ডকে হারিয়ে এশিয়া কাপ হকিতে বাংলাদেশের শুভ সূচনা

» এবারের কোপায় ব্রাজিল দল নিয়ে আশাবাদী নন রোনালদিনহো 

» গুয়েতেমালার জালে গুনে গুনে ৪ গোল দিল মেসি-মার্টিনেজ

চলমান এই প্রতিযোগিতায় এশিয়ার ১০টি দেশ অংশগ্রহণ করছে। যেখানে বাংলাদেশ থেকে রয়েছেন ৬ জন অ্যাথলেট। এখন পর্যন্ত ১টি স্বর্ণ ও ৩টি রৌপ্য সহ মোট ৪টি পদক জয় করেছে বাংলাদেশিরা।

ক্রিফোস্পোর্টস/১৫জুন২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in অন্যান্য