Connect with us
ক্রিকেট

বিনা টাকায় দেখা যাবে এশিয়া কাপে বাংলাদেশের ফাইনাল

BD vs UAE
যুব এশিয়া কাপের ফাইনালে খেলবে বাংলাদেশ ও আরব আমিরাত। ছবি- এসিসি

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতকে হারিয়ে ফাইনালে উঠে এসেছে বাংলাদেশ। টাইগারদের প্রতিপক্ষ আইসিসির সহযোগী দেশ সংযুক্ত আরব আমিরাত। দুর্দান্ত পারফরম্যান্সে চমক জাগিয়ে প্রথমবারের মতো আইসিসি বা এসিসির কোনো টুর্নামেন্টের ফাইনালে পৌছেছে সংযুক্ত আরব আমিরাত।

ঘরের মাঠে আয়োজিত এই টুর্নামেন্টে ক্রিকেটারদের এমন পারফরমেন্সে বেজায় খুশি দেশটির ক্রিকেট বোর্ড। দেশের ক্রিকেটে এমন আনন্দঘন মুহূর্ত দর্শকদের সাথে ভাগাভাগি করে নিতে চায় তারা। আগামীকাল রবিবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনাল সকলের জন্য উন্মুক্ত করে দিয়েছে আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি)। এতে কোনো টাকা ছাড়াই গ্যালারিতে বসে ফাইনাল ম্যাচ উপভোগ করতে পারবেন দর্শকরা।

ইসিবির সাধারণ সম্পাদক মুবাশ্বির উসমানি এক বিবৃতিতে বলেন, ‘আগামী রোববারের সমর্থকরা কোনো টাকা ছাড়াই ফাইনাল ম্যাচ দেখতে আসতে পারবেন। ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আমি সমর্থকদের দল বেঁধে গ্যালারিতে আসতে এবং আমাদের তরুণ তারকাদের সমর্থন করতে অনুরোধ করব। দুর্দান্ত পারফরম্যান্সে তারা আমাদের গর্বিত করেছে।’

এর আগে গ্রুপ পর্বে শ্রীলঙ্কাকে হারিয়ে চমক দেখিয়েছিল আরব আমিরাত। সেমিফাইনালে শক্তিশালী পাকিস্তানকে রুখে দিয়ে শিরোপার দ্বার প্রান্তে তারা। তবে আরেক ফাইনালিস্ট বাংলাদেশের কাছে গ্রুপ পর্বে ৬১ রানের পরাজিত হয়েছিল সংযুক্ত আরব আমিরাত।

আগামী রোববার (১৭ ডিসেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আসরে এখন পর্যন্ত অপরাজেয় বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১ টায় মুখোমুখি হবে দুই দল।

আরও পড়ুন: আইপিএলের পর আরও একটি লিগ শুরুর পরিকল্পনা ভারতের

ক্রিফোস্পোর্টস/১৬ডিসেম্বর২৩/এসএফ/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট